হোম /খবর /খেলা /
ভারতের 'ট্রিপল আর' শেষ করবে অস্ট্রেলিয়াকে! সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট সচিনের

ভারতের 'ট্রিপল আর' শেষ করবে অস্ট্রেলিয়াকে! সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট সচিনের

সচিনের ট্রিপল আর পোস্ট ভারতীয় ক্রিকেটারদের নিয়ে

সচিনের ট্রিপল আর পোস্ট ভারতীয় ক্রিকেটারদের নিয়ে

Sachin Tendulkar shares RRR post on social media and highlights 3 Indian cricketers. ভারতের 'ট্রিপল আর শেষ করবে অস্ট্রেলিয়াকে! সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট সচিনের

  • Share this:

নাগপুর: ক্রিকেট ছাড়ার পর থেকে কিছু মজার এবং শিক্ষনীয় ভিডিও পোস্ট করেন তিনি। সচিন তেন্ডুলকর জানেন ভারতের ক্রিকেটপ্রেমী মানুষকে কিভাবে মজা দিতে হয়। মাস্টার ব্লাস্টার যে খেলার বাইরে এতটা রসবোধ রাখেন সেটাও জানেন সকলে। আজ নাগপুর টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার সেঞ্চুরির পর একটা মজার পোস্ট করলেন সচিন।

সেখানে তিনি লিখেছেন রোহিত, রবীন্দ্র জাদেজা এবং রবি অশ্বিন - ভারতের ট্রিপল আরে চাপে অস্ট্রেলিয়া। এখানে ট্রিপল আর বলতে আধুনিক সময়ের একটি দক্ষিণ ভারতের ছবির কথা উল্লেখ করেছেন। তেলেগু ছবি মুম্বইতেও হিট ছিল। সেখান থেকেই ট্রিপল আর ফর্মুলা ধরেছেন সচিন। মাস্টার ব্লাস্টার বোঝাতে চেয়েছেন সিনেমায় যেমন ওই নায়করা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তেমনই ক্যাঙ্গারুদের বিরুদ্ধে রোহিত, অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা লড়াকু ক্রিকেট উপহার দিয়েছেন।

সচিন মনে করেন ভারতকে নাগপুরে প্রথম টেস্ট জয় করার ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসেও এই তিনজন ক্রিকেটার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অধিনায়ক হিসেবেও টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে রোহিত শর্মা যেভাবে ধৈর্য দেখিয়ে ইনিংস তৈরি করলেন এবং ভারতকে লিড এনে দিলেন তার প্রশংসা করতেই হয়।

অন্যদিকে রবীন্দ্র জাদেজা দীর্ঘদিন পর ফিরে এসে বল হাতে কামাল করার পর ব্যাট হাতেও যেভাবে রোহিতকে সমর্থন করছেন সেটাও দেখার মত বিষয়। আগামীকাল অর্থাৎ তিন নম্বর দিনে উইকেট আরও ভাঙবে। তখন ভারতীয় স্পিনারদের সামলানো মুশকিল হয়ে উঠবে অস্ট্রেলিয়ার জন্য।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IND vs AUS, Sachin Tendulkar