মুম্বই: শুভমন গিল, নামটা আগামী ১০ বছর কমপক্ষে ভারতীয় ক্রিকেটে রাজত্ব করবে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু গিল বেঙ্গালুরর বিপক্ষে যে সেঞ্চুরি করেছেন এবং গুজরাতকে জেতানোর পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে অফ পৌঁছে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত রোহিত শর্মার দলের। এমনিতে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আলোচনা হয় শুভমন গিল নাকি সচিন তেন্ডুলকরের হবু জামাই।
মেয়ে সারার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বহুদিন জল ঘোলা চলছে। গিল এবং সারা কেউ যেমন ব্যাপারটা স্বীকার করেননি, তেমনই অস্বীকারও করেননি। ফলে মানুষের কৌতুহল বেড়েছে তাদের সম্পর্ক নিয়ে। এর আগে সচিন ভারতের একটি একদিনের ম্যাচে মাঠে উপস্থিত থাকার সময় গিল ডবল সেঞ্চুরি করেছিলেন। সেটা নিও মিম তৈরি হয়েছিল। আর এবার স্বয় সচিন গিল নিয়ে উচ্চশিত প্রশংসা করলেন সোশ্যাল মিডিয়ায়।
সচিন লিখেছেন শুভমন দুর্দান্ত একটা সেঞ্চুরি করল, বিরাট মুগ্ধ করল এবং দিনের শেষে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ নিশ্চিত করল। এর থেকে ভাল কি হতে পারে? এই টুইট দেখার পর মানুষের মনে কৌতুহল আরো বেড়ে গেছে গিল এবং সচিন কন্যা সারার সম্পর্ক নিয়ে। হবু জামাইয়ের প্রশংসা করছেন শ্বশুরমশাই সচিন, এমন মন্তব্য করেছেন কেউ কেউ।
.@CameronGreen_ & @ShubmanGill batted well for @mipaltan. 😜
Amazing innings by @imVkohli too to score back-to-back 100’s. They all had their methods & were in the class of their own.
So happy to see MI in the playoffs. Go Mumbai. 💙 #AalaRe #MumbaiMeriJaan #IPL2023 pic.twitter.com/D5iYacNEqc
— Sachin Tendulkar (@sachin_rt) May 21, 2023
সব মিলিয়ে ব্যাপারটা বেশ মজার এবং জমে গিয়েছে। তবে যাই হোক শুভমন গিল যে স্পেশাল ট্যালেন্ট সেটা অস্বীকার করার জায়গা নেই। কিংবদন্তি সুনীল গাভাসকার পর্যন্ত বলছেন এই ছেলে ভবিষ্যৎ সুপারস্টার আগেই হয়ে গিয়েছে। আগামী এক বছরে মহান ব্যাটসম্যানদের তালিকায় পড়বে। কিন্তু নেটিজেন্দের প্রশ্ন অন্য জায়গায়। সবাই জানতে চান শুভমন এবং সারা কবে বিয়ে করছেন? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sachin Tendulkar, Shubhman Gill