CWC 2019: ‘রোজ ধোনি ম্যাচ ফিনিশ করবেন, এই ধারণা বদলের সময় এসেছে...’: সচিন

Bangla Editor | News18 Bangla
Updated:Jul 11, 2019 04:59 PM IST
CWC 2019: ‘রোজ ধোনি ম্যাচ ফিনিশ করবেন, এই ধারণা বদলের সময় এসেছে...’: সচিন
Bangla Editor | News18 Bangla
Updated:Jul 11, 2019 04:59 PM IST

#ম্যাঞ্চেস্টার: ভবিষ্যতে রোহিত-বিরাট নির্ভরতা কাটাতে হবে। নতুনদের আরও বেশি করে দায়িত্ব নিতে হবে। নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে ভারতের হারে বিরক্ত সচিন। তাঁর মতে, রোজ ধোনি ফিনিশ করবেন, এই ধারণা বদলের সময় এসেছে।

লর্ডস থেকে ১৮ রান দূরে থেমে গেল ভারতের বিশ্বকাপ এক্সপ্রেস। ম্যানচেস্টারে ভারতের হারের পর বিরক্ত মাস্টার ব্লাস্টার। সচিনও মনে করছেন, এই পিচে কোনও জুজু ছিল না। বরং পিচে দাঁড়াতে পারলে ২৪০ সহজ টার্গেট হতে পারত। নাম না করলেও সচিনের নিশানায় ঋষভ-হার্দিক। মাঝের সময় যে ভাবে দুই ভারতীয় ক্রিকেটার উইকেট দিয়ে এসেছেন, তাতে বিরক্ত আপামর জনতাও। সচিনের মতে, বিরাট-রোহিতের উপর সবসময় ভরসা করা ভুল। রোজ তাঁদের ভাল সময় যাবে না। নতুনদেরও উচিৎ দায়িত্ব নেওয়া। পার্টনারশিপ তৈরি করা।

ম্যাঞ্চেস্টারে যতক্ষণ ধোনি ছিলেন, ততক্ষণ টিভির পর্দার সামনে ছিল ভারতবাসী। ওই রানআউটের আগে পর্যন্ত আশা জিইয়ে ছিল মাহির ব্যাটে। কেন রোজ ফিনিশ করবেন ধোনি ? প্রশ্ন সচিনের। তাঁর দাবি, ধোনি কি রোজ ফিনিশ করবেন ? এটা কী সম্ভব ? কেন ধোনি একার কাঁধে ম্যাচ জেতাবেন ? তা-হলে দলে বাকিদের ভূমিকা কী ?

শুধু সচিন নন, ভারতের হারে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তনই। প্রায় সবার মত, এবার সময় এসেছে আসল রদল বদলের।

First published: 04:57:25 PM Jul 11, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर