মুম্বই : পরিবারের নতুন সদস্য ‘স্পাইক’-এর সঙ্গে আলাপ করিয়ে দিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ স্পাইক তাঁর পোষ্য কুকুর ৷ সচিনের কথায়, ২৭ জুলাই সামাজিক মাধ্যমে স্পাইকের আত্মপ্রকাশের দিন ৷ পোষ্যকে নিজের ‘পওটেনার’ বলেছেন মাস্টারব্লাস্টার ৷ Paw বা ‘থাবা’ শব্দ থেকে পার্টনার-এর মতো শব্দ তৈরি করেছেন তিনি ৷ প্রাক্তন ক্রিকেটারের রসিকতায় মুগ্ধ নেটিজেনরা ৷ ফেসবুক ও ট্যুইটারে তেন্ডুলকর সপোষ্য ছবি দেওয়া মাত্র তা ছড়িয়ে পড়ে ৷
স্পাইককে জড়িয়ে ধরে ছবি তুলেছেন সচিন ৷ ফেসবুক ও ট্যুইটারে ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আমার নতুন পওটেনার, স্পাইক আজ সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশ করল ৷’’ পশুপ্রাণীর প্রতি সচিনের ভালবাসা নতুন নয় ৷ একাধিক বার বিভিন্ন পশুপ্রাণীর সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন ৷ এর আগে তাঁকে বিড়াল ও পাখিদের সঙ্গে দেখা গিয়েছে ৷ মুম্বইয়ে তাঁর বাড়িতে অসুস্থ পাখির সেবা শুশ্রূষার ভিডিয়োও শেয়ার করেছিলেন ৷
বছর দুয়েক আগে তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছিল অসুস্থ চিল ৷ মুম্বইয়ের তীব্র গরমে জলশূন্য হয়ে পড়েছিল শিকারি পাখিটি ৷ তার ভিডিয়ো শেয়ার করে সচিন জানিয়েছিলেন, অসুস্থ চিলটিকে বিরক্ত করছিল কাকের দল ৷ তাদের আক্রমণ থেকে বাঁচতে বেচারি আশ্রয় নিয়েছিল সচিনের প্রশস্ত বাড়ির এক কোণে ৷ পাখিটিকে মুরগির মাংস আর ব্রেডক্রাম্ব খেতে দিয়েছিলেন সচিন ৷ দু’জন বিশেষজ্ঞর পরামর্শ নিয়েছিলেন তাকে সুস্থ করে তোলার জন্য ৷
সম্প্রতি ট্যুইটারে সচিন শেয়ার করেছিলেন হর্ষদ গোঠনকরের একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা গিয়েছিল, বিশেষ ভাবে সক্ষম এই ব্যক্তি পা দিয়ে ক্যারম খেলছেন ৷ এবং তাঁর নিশানা অব্যর্থ ৷ ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিয়োটি শেয়ার করে কিংবদন্তি লিখেছিলেন, ‘‘অসম্ভব ও সম্ভবের মধ্যে পার্থক্য করে দেয় একজনের দৃঢ় মানসিকতা ৷ ইনি হর্ষদ গোঠনকর, যিনি নিজের জীবনের লক্ষ্য বলে ঠিক করেছেন আই-অ্যাম-পসিবল শব্দগুলিকে ৷ অসম্ভবকে সম্ভব করার জন্য ওঁর একাগ্রতাকে ভালবাসি ৷ এটা হল সেই জিনিস, যেটা আমরা সকলে তাঁর কাছ থেকে শিখতে পারি ৷’’
The difference between impossible & POSSIBLE lies in one’s determination. Here's Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto.
Love his motivation to find ways to make things possible, something that we can all learn from him. #MondayMotivation pic.twitter.com/Cw6kPP4uUz — Sachin Tendulkar (@sachin_rt) July 26, 2021
দৈনন্দিন জীবনের আনাচে কানাচে হৃদয় ছুঁয়ে যাওয়া এই পোস্টগুলিতে সামাজিক মাধ্যমে মন জুড়নো ইনিংস খেলছেন সচিন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sachin Tendulkar