কলকাতা: ঝটিকা সফরে কলকাতা এলেন সচিন তেন্ডুলকর। সোমবার রাতে কলকাতায় আসেন সচিন। মঙ্গলবার সকালেই মুম্বই উড়ে যান মাস্টার ব্লাস্টার। সূত্রের খবর, সচিনের ঘনিষ্ঠর আত্মীয় বিয়োগে কলকাতায় এসেছিলেন তিনি।
বালিগঞ্জের ডোভার লেনে সচিনের সেই বন্ধুর বাড়ি। সেখানেই সোমবার রাতে ছিলেন সচিন। মঙ্গলবার সকালে সেখান থেকেই এয়ারপোর্টে যান ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।
আরও পড়ুন- ইডেনে বাংলার পেস দাপটে ব্যাকফুটে ঝাড়খন্ড! দুরন্ত আকাশ, মুকেশ জুটি
শহরে সচিন এই আসাটা পুরোটাই আচমকা। তাই কোনও রকম সিকিউরিটি আয়োজন করা হয়নি বলেই খবর। মঙ্গলবার সকালে বিমানবন্দরে যাওয়ার সময় সচিনকে আচমকা দেখতে পান অনেকে। সেলফি তোলার আবদার করেন। হাসিমুখে সেই আবদার মেটান তিনি।
একান্ত ব্যক্তিগত কারণে শহরে এসেছিলেন সচিন। তবে টিম ইন্ডিয়া প্রাক্তন সতীর্থ তথা বন্ধু সৌরভের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল বলে খবর। শহরে সচিনের সবসময় খোঁজখবর রেখেছিলেন সৌরভ। তবে দুজনের সাক্ষাৎ হয়নি বলেই সূত্রের দাবি।
সচিন তেন্ডুলকর যে বন্ধুর বাড়িতে এসেছিলেন তিনি দীর্ঘদিনের বন্ধু বলেই খবর। রাতের তাঁর বাড়িতেই সচিন ছিলেন। শহরে কোনওরকম হোটেলে ব্যবস্থা ছিল না সচিনের জন্য।
অন্যদিকে বুধবারই আহমেদাবাদ যাবেন সচিন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। ক্রিকেটারদের নিজের হাতে সংবর্ধনা দেবেন ক্রিকেট ঈশ্বর। শেফালি ভার্মারা বিশ্বকাপ জয়ের পর বিসিসিআইয়ের তরফ থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন- কোহলির জীবনে বড় দুঃখ লতার সঙ্গে দেখা না হওয়া, সুযোগ হলে আশীর্বাদ চাইতেন
সোশ্যাল মিডিয়ায় জয় শাহ জানিয়েছিলেন, অনুর্ধ্ব ১৯ দলের সব সদস্য সহ সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে জানা গিয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে সংবর্ধনা দেওয়া হবে ভারতীয় দলকে।
তবে এবার জানা গেল টসের পর রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর শেফালি ভার্মার দলকে সংবর্ধিত করবেন খোদ সচিন তেন্ডুলকর।
জয় শাহ টুইটে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের পদাধিকারীরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংবর্ধিত করবেন মহিলাদের যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। ১ ফেব্রুয়ারি (বুধবার) সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে গর্বিত করেছেন। তাঁদের কীর্তিকে আমরা সম্মানিত করতে চলেছি।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sachin Tendulkar