#আমেদাবাদ: নিজের জীবনে ছয় বারের চেষ্টায় বিশ্বকাপ জয় করেছিলেন তিনি। তাই সচিন তেন্ডুলকর জানেন একটা বিশ্বকাপের কত মূল্য। তাই ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েরা দক্ষিণ আফ্রিকার মাটি থেকে বিশ্ব জয় করে ফেরার পর আবেগে ভেসে গেলেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আগেই ঘোষণা করেছিলেন মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ীকে সংবর্ধনা দেওয়া হবে।
সেই মতো বুধবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমন্ত্রণ জানানো হয় শেফালিদের। ভারত-নিউজ়িল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর সংবর্ধনা জানানো হল বিশ্বজয়ীদের। সচিন বলেন, তোমাদের সাফল্যে গোটা দেশ গর্বিত। তোমরা এখন রোল মডেল। আমি নিশ্চিত দেশকে আরও সাফল্য এনে দেবে তোমরা। এ বছর থেকেই শুরু হচ্ছে মহিলাদের আইপিএল।
𝐂𝐎𝐍𝐆𝐑𝐀𝐓𝐔𝐋𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐖𝐎𝐑𝐋𝐃 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒! Bharat Ratna Shri @sachin_rt and Office Bearers of BCCI honour the achievements of the World Cup-winning India U19 team and present them with a cheque of INR 5 crore. 🇮🇳 #TeamIndia @JayShah pic.twitter.com/u13tWMPhLQ
— BCCI (@BCCI) February 1, 2023
মহিলাদের ক্রিকেটের জন্য এটা খুব বড় পদক্ষেপ। আমি সব সময় পুরুষ এবং মহিলাদের সমানাধিকারে বিশ্বাস করি। শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমানাধিকার গুরুত্বপূর্ণ। সচিন মনে করেন এই মেয়েরা আগামী দিনে মেয়েদের আইপিএল ছাড়াও দেশের জার্সিতে বিভিন্ন টুর্নামেন্টের ধারাবাহিকতা দেখাবেন।
পাশাপাশি অনূর্ধ্ব ১৯ সবে প্রথম ধাপ। এরপর পেশাদার ক্রিকেটারের জীবন অনেক কঠিন মনে করিয়ে দিলেন মাস্টার। তাই ভবিষ্যতর কঠিন লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি এখন থেকেই নেওয়ার পরামর্শ দিয়ে রাখলেন মাস্টার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, Sachin Tendulkar