হোম /খবর /খেলা /
জেমাইমা-শেফালি-রিচাদের ইনিংস দেখে মুগ্ধ সচিন, ধরে রাখতে পারলেন না উচ্ছ্বাস

India vs Pakistan: জেমাইমা-শেফালি-রিচাদের ইনিংস দেখে মুগ্ধ সচিন, ধরে রাখতে পারলেন না উচ্ছ্বাস

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

India vs Pakistan: মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় দল। হাড্ডাহাড্ডি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৭ উইকেটে হারাল মহিলা টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।

  • Share this:

মুম্বই: চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। হাড্ডাহাড্ডি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে মাত দিয়েছে মহিলা টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে দুরন্ত পারফর্ম করেছেন জেমিমা রড্রিগেজ, শেফালি ভার্মা, রিচা দাসরা। ভারতীয় দলের জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। উচ্ছ্বসিত ক্রিকেট কিংবদন্তী মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিক।

নিজের ফেসবুক ও ট্যুইটার হ্যান্ডেল থেকে ম্যাচ শেষে পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। ভারত-পাকিস্তান মহারণ যে পরিবারের সঙ্গে উপভোগ করেছেন সেই কথাও জানিয়েছেন সচিন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন,"অঞ্জলি এবং অর্জুনের সঙ্গে খেলা দেখেছি এবং আমরা আমাদের ভারতীয় মহিলা দলের জন্য আনন্দ উপভোগ করেছি। শেফালির একটি ভাল শুরু, জেমিমা তার ইনিংসটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং শেষের দিকে রিচার থেকে একটি ভাল বিস্ফোরক ইনিংস। ভারতকে আবার জিততে দেখে আনন্দিত"।

আরও পড়ুনঃ Viral News: রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, ইনিই বিশ্বের সবথেকে হট মহিলা রেফারি, দেখুন অ্যালবাম

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বিসমা মাহরুফ। এছাড়া ৪৩ রান করেন আয়েশা নাসিম। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাধা যাদব। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। সর্বোচ্চ ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমিমা। এছাড়া ৩৩ রান করেন শেফালি ভার্মা, ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ।

Published by:Sudip Paul
First published:

Tags: Icc women t20 world cup 2023, Indian Women Cricket Team, Sachin Tendulkar