কলকাতা: ৪৯ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিয়েছেন তাঁর ফ্যানরা ৷ প্রিয় ‘দাদি’-কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও ৷ সোশ্যাল মিডিয়ায় বাংলা ও ইংরেজিতে সৌরভকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান সচিন।
ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক লিখেছেন, ‘‘আমার ‘প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।’’
দাদার জন্মদিন। অর্থাৎ আজ, বৃহস্পতিবার বেহালার গাঙ্গুলি বাড়িতে উৎসবের আবহ। ক্রিকেট জীবনে এমন দিনে সৌরভ গঙ্গোপাধ্যায় বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতেন না। তবে এখন তিনি বিসিসিআই সভাপতি। তার উপর করোনার আবহে সৌরভ আপাতত বাড়িতেই। ফলে এবার জন্মদিনের সেলিব্রেশন হবে জমিয়ে।
৪৯তম জন্মদিন। জীবনের ক্রিজে হাফ-সেঞ্চুরি থেকে আর মাত্র এক রান দূরে মহারাজ। তবে এবারের জন্মদিন কিছুটা আলাদা। ইতিমধ্যে দু’বার হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। তাই এবার খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকবে। সৌরভ এমনিতে খাদ্যরসিক। বিরিয়ানি তাঁর পছন্দের। তবে এবার প্রিয় ডিশ চেখে দেখা হবে না সৌরভের। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি এখন নির্দিষ্ট ডায়েটে রয়েছেন।
সৌরভের জন্মদিনে বাবার জন্য মেয়ে সানা বিশেষ কিছু আয়োজন করেছেন। কেক আনা থেকে শুরু করে সব কিছু আয়োজন, নিজে হাতেই পুরো ব্যাপারটা সামলাচ্ছেন সানা। ৭ ও ৮ জুলাই, দুটো দিন ক্রিকেটভক্তদের কাছে যেন দারুণ স্পেশাল। পর পর দুটো দিন ভারতীয় দলের দুই অধিনায়কের জন্মদিন। প্রথম দিন ধোনির। পরের দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sachin Tendulkar, Sourav Ganguly