হোম /খবর /খেলা /
কাশ্মীরি কন্যার হাত ধরে গর্বিত হচ্ছে ভারত, বেড়াজাল ভেঙে লড়বেন মার্শাল আর্টে

কাশ্মীরি কন্যার হাত ধরে গর্বিত হচ্ছে ভারত, নিয়মের বেড়াজাল ভেঙে লড়বেন মার্শাল আর্টে

বিদেশে ভারতকে গর্বিত করবেন কাশ্মীরি কন্যা সাবকত

বিদেশে ভারতকে গর্বিত করবেন কাশ্মীরি কন্যা সাবকত

  • Share this:

শ্রীনগর: স্বপ্ন এবং ইচ্ছাকে সত্যি করতে গেলে জেদ লাগে। লাগে পরিবারের সাহায্যে। সবাই পাশে না থাকলেও একজন কাউকে লাগে। এভাবেই উঠে আসেন চ্যাম্পিয়নরা। জম্মু ও কাশ্মীরের ২০ বছরের তরুণী সাবকাত মালিক ভারতের হয়ে মার্শাল আর্টসে প্রতিনিধিত্ব করতে চলেছেন। উত্তর কাশ্মীরের বান্দিপরা জেলার বাসিন্দা সাবকাত আগামী মাসে মঙ্গোলিয়াতে আয়োজন হতে চলা বিশ্ব জিউ-জিৎসু চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে নির্বাচিত হয়েছেন।

খুব ছোট থেকেই খেলা পাগল সাবকাত জম্মু ও কাশ্মীরের হয়ে সোনার পদকও পেয়েছেন। কিন্তু ভারতীয় দলে সুযোগ পাওয়ার সফরটা কাশ্মীরের প্রত্যন্ত এলাকার এই তরুণীর জন্য মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ার পর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সাবকাত বলেন, জাপানের মার্শাল আর্ট জিউ জিৎসুকে আমাদের গ্রামের বাসিন্দারা কুস্তি বলে।

সবাই ভাবে শুধু পুরুষরাই এই খেলা খেলতে পারে। আমি মানুষের কটাক্ষ শুনেছি, ছেলেদের গালিগালাজ শুনেছি, সবার অগোচরে বহু বছর ধরে আন্ডারগ্রাউন্ডে অনুশীলন করে নিজেকে এই খেলার যোগ্য করে তুলেছি। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় টিভিতে জিউ জিৎসু টুর্নামেন্ট দেখে তিনি সিদ্ধান্ত নেন তিনি মার্শাল আর্টসে মনোনিবেশ করবেন।

সাবকাত বলেন, স্কুলে কয়েকজন মেয়ের সঙ্গে যখন আমি আন্ডারগ্রাউন্ডে অনুশীলন করা শুরু করলাম, স্কুল কতৃপক্ষ আমাদের নিষেধ করল ও তারা জানাল এই কাজ করলে স্কুলের পরিবেশ নষ্ট হবে। যখন আমি গ্রামের মাঠে অনুশীলন করতাম, লোকজন আমায় কটাক্ষ করত, ছেলেরা আমায় গালিগালাজ করত ও হুমকি দিত।

তারা বলতো তুমি একজন মেয়ে, রান্না শেখ। এরকম নির্লজ্জ্ব খেলা খেলো না, তুমি অশালীনতা ছড়াচ্ছ। বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য  নির্বাচন হওয়ার পর সাবকাত রাতারাতি তার গ্রাম ও জেলায় তারকা হয়ে উঠেছেন।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Jammu And Kashmir