নয়াদিল্লি: বুধবার দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তাঁর ফিটনেস নিয়ে বড় রহস্য ফাঁস করলেন। বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটে জয়শঙ্কর বলেন, তিনি দিল্লিতে থাকাকালীন স্কোয়াশ এবং ব্যাডমিন্টন খেলেন।
যে কোনও প্রতিযোগিতার জন্য ফিটনেস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যে সব সময় মাঠের প্রতিযোগিতা হতে হবে, তার কোনও মানে নেই। এদিন জয়শঙ্কর সে কথাই বলেন। তিনি আরও জানানস প্রায় এক দশক ধরে যোগব্যায়াম করছেন।
“আমি ফিট থাকার চেষ্টা করি সব সময়। কারণ আমি যদি ফিট না থাকি তবে এত ট্র্যাভেল করতে সমস্যা হবে। তাছাড়া খাবারের সময়সূচীর উপর খেয়াল রাখি। ফিট থাকতে হলে খাদ্যাভাস বড় ব্যাপার। আমি যখন দিল্লিতে থাকি, তখন স্কোয়াশ এবং ব্যাডমিন্টন খেলি। আমি যখন দেশের বাইরে থাকি, তখন যোগব্যায়াম করি। আমি প্রায় এক দশক আগে যোগব্যায়াম শুরু করেছিলাম।“ বলেন বিদেশমন্ত্রী।
আরও পড়ুন- দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের বদলি অভিষেক পোড়েল, দিল্লির ভরসা বাংলার ক্রিকেটারে
তিনি আরও বলেন, “আজ আমাদের দেশে ফিটনেস নিয়ে বেশিরভাগ মানুষ সচেতন। ফিট ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া মুভমেন্ট কার্যকরী হয়েছে। গত এক দশকে ফিটনেস সচেতনতা ব্যাপকভাবে বেড়েছে।
জয়শঙ্কর বলেন, যারা ফিট তারা বেশি আত্মবিশ্বাসী। “রাজনীতিতে আমার 'নতুন ভারত' শব্দটা ব্যবহার করি। আমার কাছে নিউ ইন্ডিয়া হল আরও বেশি ফিট ইন্ডিয়া এবং আরও বেশি প্রতিযোগী ভারত।"
তাঁর তিনজন প্রিয় ক্রিকেটারের নামও বললেন। সেই তিনজনের মধ্যে একজন হলেন ভারতের প্রাক্তন ব্যাটার বীরেন্দ্র শেহবাগ। তাঁর দ্বিতীয় পছন্দ কিংবদন্তি ভারতীয় অধিনায়ক এমএস ধোনি।
আরও পড়ুন- মুম্বই ক্যাম্পের খাস খবর ফাঁস, উদ্বোধনী ম্যাচে অধিনায়ক থাকছেন না রোহিত শর্মা
তিনি বলেন, “ধোনি সব সময় ফিট। আর ওর মতো লড়াকু কমই আছে। শেষ বল পর্যন্ত ও লড়ে। চাপের মধ্যেও শান্ত থাকতে পারে ও।'' তাঁর তৃতীয় পছন্দ ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। এই বয়সে জেমসের মতো ফাস্ট বোলারের অধ্যবসায় এবং সহনশীলতাকে কুর্ণিশ জানান তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, S Jaishankar