#কলকাতা: শামি-হাসিন বিতর্ক অনেক দূর পর্যন্ত গিয়েছে ৷ নিজের স্বামীর ‘কুকীর্তি’ ফাঁস করে অনেক সমস্যাতেই পড়তে হয়েছিল তাঁকে ৷ কিন্তু আপাতত সেসব ভুলে নিজের কেরিয়ারে ‘রিভাইভ’ করার দিকেই মন দিয়েছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান ৷ মডেলিং এবং অভিনয়ের জগতে ফের ফিরে এসেছেন তিনি ৷ পরিচালক আমজাদ খানের ‘ফতোয়া’ ছবির শ্যুটিং চলছে ৷ সেখানে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে হাসিনকে। অক্টোবর থেকেই শুরু হবে ছবির শ্যুটিং।
শামির সঙ্গে অশান্তির জেরে বহুদিন ধরেই তাঁর থেকে আলাদা থাকেন হাসিন ৷ শামি ক্রিকেটে ফেরার পাশাপাশি হাসিনও ফিরে গিয়েছেন নিজের পুরনো পেশাতেই ৷ সম্প্রতি তাঁর ‘হট’ ফটোশ্যুট উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এর পাশাপাশি বলিউডেও পা রাখতে চলেছেন হাসিন ৷
সম্প্রতি হাসিনের একটা ছবি বেশ ভাইরাল ৷ সেখানে দেখা যাচ্ছে ওয়ার্কআউটের পর এক চোখ টিপে সেলফি তুলছেন হাসিন ৷ ক্যাপশানে লেখা, ‘‘ আল্লাহর দয়ায় আমি নিজের সম্মান সবসময় বজায় রেখে চলেছি ৷ নিজের প্রতি কখনও আস্থা হারাইনি ৷ এবং আত্মবিশ্বাসও রয়েছে ৷ ’’ এই ছবি দেখে তাই প্রশ্ন উঠছে, কাকে চোখ মারলেন হাসিন ? ইঙ্গিত কার দিকে, সেটা আন্দাজ করা হয়তো খুব কঠিন কাজ নয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hasin Jahan, Mohammad Shami