corona virus btn
corona virus btn
Loading

রাগবিতে মেতে কাশ্মীরি কন্যারা

রাগবিতে মেতে কাশ্মীরি কন্যারা

সন্ত্রাসবিধ্বস্ত কাশ্মীর নয়, এ যেন বদলে যাওয়া কাশ্মীরের ছবি ৷ জানুয়ারিতে তুষারপাত হওয়াটাই সেখানে স্বাভাবিক ঘটনা ৷ কিন্তু তার মধ্যেই চলছে রাগবি খেলা ৷ আর এই খেলায় মেতেছে কাশ্মীরের স্কুল-কলেজ গার্লসরা ৷

  • News18
  • Last Updated: January 29, 2016, 11:24 AM IST
  • Share this:

#শ্রীনগর:  সন্ত্রাসবিধ্বস্ত কাশ্মীর নয়, এ যেন বদলে  যাওয়া কাশ্মীরের ছবি ৷ জানুয়ারিতে তুষারপাত  হওয়াটাই সেখানে স্বাভাবিক ঘটনা ৷ কিন্তু তার মধ্যেই চলছে রাগবি খেলা ৷ আর এই খেলায় মেতেছে কাশ্মীরের স্কুল-কলেজ গার্লসরা ৷ রাগবির মতো ফিজিক্যাল গেমে ছেলেদের পাশাপাশি কাশ্মীরি মেয়েদের হাজিরা সকলের চোখ টানতে বাধ্য । দক্ষিণ কাশ্মীরের জোনাল রাগবি প্রতিযোগিতায় অংশগ্রহণের ঢল দেখে উদ্যোক্তাদের ভাবনা, নিয়মিতভাবেই এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হোক। খালেদ, জুমেইমার মতো অনেকেই প্রথম রাগবি খেললেন। অনন্তনাগ, পহেলগাঁওর মতো কাশ্মীরের বিভিন্ন গ্রাম থেকে অংশগ্রহণকারীদের ঢল রাগবির প্রতিযোগিতায়। আর প্রথমবারেই এই খেলায় মজেছেন ওঁরা। শৈত্যপ্রবাহ আর তুয়ারপাতের জন্য বছরে ছ’মাস খেলাধুলো বন্ধ থাকে কাশ্মীরে। কিন্তু রাগবির আয়োজকরা এবার বছরভর খেলাধুলো চাইছেন কাশ্মীরে।

First published: January 29, 2016, 11:24 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर