লন্ডন: সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা শেষ হয়েছে অনেক দিন আগেই ৷ এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ মাঝের অনেকটা সময় এখন ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ বিরাট-রোহিতদের সঙ্গে তাঁদের স্ত্রী, সন্তানরাও সেখানে রয়েছেন ৷
সোশ্যাল মিডিয়ায় আগে সেভাবে অ্যাক্টিভ না হলেও এখন এই ছুটিতে মাঝেমধ্যেই কিছু না কিছু পোস্ট করতে দেখা যাচ্ছে রোহিত শর্মাকে ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি নিজের বউ রিতিকা সজদেহর ছবি পোস্ট করেন রোহিত ৷ যেখানে রিতিকাকে কিছুটা ক্লান্ত এবং ঘুমন্ত অবস্থাতেই দেখা গিয়েছে ৷ রোহিত বউয়ের প্রশংসা করেই লেখেন, ‘‘ মায়ের এখন কফি খাওয়ার সময় ৷ প্রতিদিন ছোট্ট মেয়ের সঙ্গে সকাল ৭টা থেকে স্কুল, মোটেই সহজ কাজ নয় ৷ ’’ রোহিতের এই পোস্ট নেটিজেনদের মন জয় করে নিয়েছে ৷ নিজের খেলার পাশাপাশি পরিবারের প্রতিও রোহিত যে কতটা দায়িত্বশীল, তার কথাই উল্লেখ করেছেন নেটাগরিকরা ৷
View this post on Instagram
মহারাষ্ট্রের লোনাভালা এলাকায় নিজের বিশাল বাংলো বাড়ি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন রোহিত শর্মা ৷ ওই বাংলোর বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা হলেও ৭৫ লক্ষ টাকা ক্ষতিতেই শেষপর্যন্ত বাংলো বিক্রি করেছেন হিটম্যান ৷ ২০১৬ সালে ওই সম্পত্তি কেনেন রোহিত ৷ ৬৩২৯ বর্গ ফুটের সেই বাংলো বাড়ি রোহিত পাঁচ বছর আগে যে অর্থ দিয়ে কেনেন, তার অনেক কম অর্থেই বিক্রি করতে বাধ্য হয়েছেন। মহারাষ্ট্রের অন্যতম উইকএন্ড ডেস্টিনেশন লোনাভালা। রোহিতও মাঝেমধ্যেই ছুটি কাটাতে যেতেন সেখানে। রোহিত বর্তমানে মুম্বইয়ে থাকেন তাঁর প্রাসাদপম ওরলির অ্যাপার্টমেন্টে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rohit Sharma