#মুম্বই: ২০১৯ সালটা সত্যি দুর্দান্ত গিয়েছে রোহিত শর্মার ৷ টেস্ট,ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি , সব ফর্ম্যাটেই দুর্দান্ত ফর্মে ব্যাট করতে দেখা গিয়েছে ভারতীয় দলের সহ-অধিনায়ককে ৷ ওয়ান ডে-তে সর্বোচ্চ রান সংগ্রাহক (১৪৯০ রান) হিসেবে গতবছর শেষ করেন রোহিত ৷ তাঁর পুরস্কারও পেলেন নতুন বছরের শুরুতেই ৷ আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হলেন রোহিত শর্মা ৷ তাঁর সঙ্গে যুগ্মভাবে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হলেন ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকসও।
Five World Cup centuries is a special effort!
Listen to @ImRo45 talk about his 2019 in ODI cricket.#ICCAwards pic.twitter.com/MCFDwW87Hu — ICC (@ICC) January 15, 2020
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বর্ষসেরা ক্রিকেটার হওয়ার আরও একটি কারণ রয়েছে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি ছিল তাঁর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে ভারত বিদায় নিলেও গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছিলেন রোহিত শর্মা ৷ আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর রোহিত লিখেছেন, ‘‘আইসিসি-কে ধন্যবাদ। ভারতীয় বোর্ডকেও ধন্যবাদ দিতে চাই সুযোগ দেওয়ার জন্য। গত বছর দল হিসেবে আমরা ভাল খেলেছি। পারফরম্যান্স আরও ভাল হওয়া উচিৎ ছিল। বিশ্বকাপে কয়েকটি ভুলের জন্য ছিটকে গিয়েছিলাম। ২০১৯ সালে যে ছন্দে খেলেছি, ২০২০ সালেও সে ভাবে খেলে যেতে চাই।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Awards, Rohit Sharma