#মুম্বই: আগের বছরের শেষেই বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা৷ আর তারপর থেকেই দেশে ফিরতে আর তর সইছিল না বাবার৷
মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট চলাকালীনই মেয়ের জন্মের খবর পান রোহিত৷ প্রথম ইনিংসে ৬৩ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ইনিংসে ৫ রানে আউট হয়ে যান রোহিত৷ তারপরই তড়িঘড়ি দেশে ফিরে আসেন তিনি৷ আর ফিরেই টুইটারে পোস্ট করেন মেয়ের প্রথম ছবি৷
photo: Twitter
মাইকেল ক্লার্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাবা হওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না৷ আমাদের জীবন বদলাতে চলেছে৷
স্ত্রী, মেয়ের সঙ্গে সময় কাটিয়ে আবার ৮ জানুয়ারি মেলবোর্ন ফিরে যাচ্ছেন রোহিত৷ ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের
প্রসঙ্গত, ২০১৫ সালের ডিসেম্বরে বহুদিনের বন্ধু রীতিকা সচদেওর সঙ্গে বিয়ে হয় রোহিতের৷ এটাই তাদের প্রথম সন্তান৷