অজয় জাদেজা পর্যন্ত মোহিত রোহিত শর্মার ব্যাটিং দেখে। তিনি মনে করেন আজ শতরান পেয়েছেন রোহিত, কিন্তু প্রত্যেক ম্যাচে ধারাবাহিক খেলার চেষ্টা করেছেন। চা বিরতির আগে পর্যন্ত যোগ্য সহায়তা করছেন চেতেশ্বর পূজারা। অর্ধশতরান থেকে কিছুটা দূরে তিনি। গোড়ালি ঘুরে যাওয়ায় হঠাৎই মাঠে বসে পড়েন পুজারা। তবে চিকিৎসা পেয়ে এখন তিনি ফিট। কিন্তু ভারতীয় শিবির মনে করছে শতরান পেয়ে থেমে গেলে হবে না। রোহিতকে আজ অন্তত নট আউট থাকতে হবে। পাশাপাশি রান তলার দিকে জোর দিতে হবে। চা বিরতি পর্যন্ত এক ডজন বাউন্ডারি মেরেছেন রোহিত। ওভার বাউন্ডারি একটি। কোনও ঝুঁকি নয়, যতটা পারা যায় নিরাপদ ইনিংস খেলার চেষ্টা করেছেন। তবে এদিনও তার একটি ক্যাচ ফেলে দেন ররি বার্নস।Shaandar Zabardast Zindabad. When the going gets tough the tough get going. Outstanding first overseas Test hundred from #RohitSharma . Class ! pic.twitter.com/aw3NYCuO5y
— Virender Sehwag (@virendersehwag) September 4, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rohit Sharma