#লন্ডন: নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করা শুরু করেছিলেন তিনি, দেখে মনে হয়েছিল বড় রান করবেন। কিন্তু রবিনসনের বলে পুল করতে গিয়ে ৩৬ করে আউট হয়েছিলেন রোহিত শর্মা। পরের সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন সুযোগ হলে ওই রকম বল পেলে আবার মারবেন। কারণ পুল তাঁর প্রিয় শট। অতীতে ওই শটে প্রচুর রান পেয়েছেন। তাই আউট হলেও ঝুঁকি নিতে পিছপা হবেন না।
বৃহস্পতিবার থেকে লর্ডস টেস্টে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন হিটম্যান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ধৈর্য দেখালেন প্রথমদিকে। উইকেটে সেট হলেন। তারপর নিজের স্বাভাবিক শট খেলতে দেখা গেল তাঁকে। লেট খেললেন, অ্যান্ডারসন, উড, মইন আলিদের বিরুদ্ধে সঠিক রণনীতি নিয়ে এগোতে লাগলেন। উডের বলে পুল করে মারা ছক্কা দিনের সেরা শট।
উল্টোদিকে কে এল রাহুল একদিক ধরে রইলেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটাই ছিল সঠিক প্ল্যান। তবে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ড অধিনায়ক জো রুট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু প্রশংসা করতে হবে দুই ভারতীয় ওপেনারের। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের আগেই মধ্যাহ্নভোজ বিরতি নিতে হয়।
তবে এদিন রোহিত শর্মার ব্যাটিংয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মাত্র একবার ছাড়া সেভাবে সুযোগ দেননি বিপক্ষকে। মনে হচ্ছিল নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছেন। কিন্তু নিজের দ্বিতীয় স্পেলে অ্যান্ডারসন একটা দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে দিলেন রোহিতকে। ব্যাক অফ লেন্থ স্পটে পড়ে বলটা অনেকটা ভেতরে ঢুকে এল। নাড়িয়ে দিল উইকেট। দুর্দান্ত বলটার জবাব ছিল না ভারতীয় ওপেনারের কাছে। ৮৩ করে ফিরে গেলেন হিটম্যান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs england, Rohit Sharma