IND vs SA Test: টেস্টে রোহিত শর্মার প্রথম ২০০! রাঁচিতে রেকর্ড

IND vs SA Test: টেস্টে রোহিত শর্মার প্রথম ২০০! রাঁচিতে রেকর্ড
রোহিত শর্মা

টেস্ট হোক বা একদিনের ম্যাচ৷ রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে৷ বিশ্বকাপেও খেলেছেন অসাধারণ৷ তিন ম্যাচের এই টেস্ট সিরিজ ইতিমধ্যেই ভারত জিতে নিয়েছে৷

  • Share this:

#রাঁচি: ইতিহাস গড়ে রাঁচিতে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা৷ রাজকীয় কায়দায় ছক্কা হাঁকিয়েই দ্বিশত রান ছুঁয়ে ফেলেন ভারতে তারকা ব্যাটসম্যান৷ একই সঙ্গে টেস্ট কেরিয়ারে ৩ হাজার রান হয়ে গেল রোহিতের৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত৷ ২৫৫ বলে ২১২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হলেন রোহিত৷

টেস্ট হোক বা একদিনের ম্যাচ৷ রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে৷ বিশ্বকাপেও খেলেছেন অসাধারণ৷ তিন ম্যাচের এই টেস্ট সিরিজ ইতিমধ্যেই ভারত জিতে নিয়েছে৷ তৃতীয় টেস্টেও জেতার জন্য মুখিয়ে৷ কারণ, দক্ষিণ আফ্রিকাকে ৩-০ হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের৷ রোহিত ছাড়াও সেঞ্চুরি করেছেন অজিঙ্ক রাহানে৷

শনিবার প্রথমে ব্যাট করতে নেমে যদিও শুরুটা ভাল‌ হয়নি ভারতের। ৩৯ রানের মধ্যে সেরা তিন ব্যাটসম্যান ফিরে যান প্যাভেলিয়নে। যদিও ভরসা একটা ছিলই। তিনি রোহিত শর্মা। একা উল্টোদিকে দাঁড়িয়েছিলেন। আর সেটাই কাজে লেগে গেল। আর তাঁকে যোগ্য সঙ্গত অজিঙ্ক রাহানের। ভারত যে ফর্ম খেলছে, তাতে রানের পাহাড় চাপতে চলেছে দক্ষিণ আফ্রিকার উপর৷

First published: 12:58:38 PM Oct 20, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर