#আবু ধাবি: আইপিএলের দ্বিতীয় পর্ব খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে পৌছলেন মুম্বাই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক রোহিত শর্মা, পেসার জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। শনিবার এই তিন ক্রিকেটার সপরিবারে আবু ধাবি পৌঁছেছেন। চার্টার্ড ফ্লাইট-এর মাধ্যমে তাঁদের আবু ধাবিতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছিল মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলে দ্বিতীয় পর্ব। ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে ছিলেন রোহিত, বুমরাহ, সূর্যকুমার। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা তাঁর স্ত্রী রীতিকা ও মেয়ে সামাইরাকে নিয়ে আবু ধাবি পৌঁছেছেন। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন হিটম্যান। মুম্বাই ইন্ডিয়ান্স- এর ব্যানার এর নিচে দাঁড়িয়ে সেই ছবি তুলেছেন রোহিত।আরও পড়ুন- ৩০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, রোহিত শর্মার বাড়ির অন্দরমহল দেখে অবাক হবেন
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ বাতিল হওয়ার পরই বহু ভারতীয় ক্রিকেটার চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে আবু ধাবি পৌঁছেছেন। কোনও ফ্র্যাঞ্চাইজি করোনার মধ্যে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চাইছে না। জানা গিয়েছে, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার মহম্মদ সিরাজ সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আরসিবি তাদের জন্য চার্টার্ড ফ্লাইট-এর ব্যবস্থা করবে বলে জানা যাচ্ছে। রবিবার সকালে এই দুই তারকা ক্রিকেটার আবু ধাবি পৌঁছাবেন বলে খবর।
𝔹𝕒𝕔𝕜 𝕙𝕠𝕞𝕖 pic.twitter.com/7aknLQJbuv
— Rohit Sharma (@ImRo45) September 11, 2021
It's BOOM o' clock in Abu Dhabi Welcome back, JB & Sanjana! #OneFamily #MumbaiIndians #IPL2021 @SanjanaGanesan @Jaspritbumrah93 pic.twitter.com/UYylOOPZ7j
— Mumbai Indians (@mipaltan) September 11, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2021, Mumbai Indians, Rohit Sharma