হোম /খবর /খেলা /
শুভমনের কাছে হেরে গিয়েও মুখে চওড়া হাসি রোহিতের! কেন জানেন?

Rohit on Shubhman: শুভমনের কাছে হেরে গিয়েও মুখে চওড়া হাসি রোহিতের! কেন জানেন?

গিলের কাছে বিশেষ দাবি রোহিতের

গিলের কাছে বিশেষ দাবি রোহিতের

  • Share this:

মুম্বই: এবারের মত আইপিএল যাত্রা শেষ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলের। শুক্রবার গুজরাতের কাছে হেরে ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আরও ভাল করে বললে মুম্বই হেরেছে শুভমন গিলের কাছে। এরকম একটা ইনিংস একজন ব্যাটসম্যান খেললে বিপক্ষ দলের অধিনায়কের বিশেষ কিছু করার থাকে না। সেটাই হয়েছে রোহিতের সঙ্গে।

আইপিএল খেলতে খেলতেই রোহিতের মন পড়ে রয়েছে দেশের জার্সিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছেন তিনি। পাঁচ বার আইপিএল জিতলেও দেশের জার্সিতে এখনও কোনও আইসিসি ট্রফি জিততে পারেননি রোহিত। সামনেই দু’টি ট্রফি জয়ের হাতছানি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ।

আরও পড়ুন – ফাইনালে গিলের ভয়ে কাঁপছে ধোনির চেন্নাই! আউট করার প্ল্যান কষছেন মাহি

রোহিত জানেন, এই দু’টি ট্রফি জিততে না পারলে তাঁর অধিনায়কত্বের ছাপ রেখে যেতে পারবেন না তিনি। আর সেখানে সাফল্যের জন্য ভারতের হয়ে শুরুতে শুভমনকে দরকার। সেই কারণেই শুভমনের ছন্দের কথা বলেছেন রোহিত। শুভমন গিলের কাছে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তাঁর ১২৯ রানের ইনিংস আইপিএল থেকে ছিটকে দিয়েছে রোহিত শর্মাদের।

কিন্তু তাতেও দুঃখ নেই রোহিতের মনে। শুভমনের কাছে হেরেও সুখ খুঁজছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক চান, শুভমনের এই ছন্দ বজায় থাকুক। কারণ, সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার কয়েক মাস পরে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ। আইপিএলের পরে দেশের জার্সিতেও শুভমনের ব্যাট থেকে এভাবেই বড় রান চাইছেন ভারত অধিনায়ক রোহিত।

কথাগুলো বলার সময় রোহিত শর্মার মুখে হাসি ছিল। কারণ এটা সত্যি মুম্বইকে এবার চ্যাম্পিয়ন করতে না পারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে রোহিতকে সবচেয়ে বেশি ভরসা দিচ্ছেন গিল। বিদেশের মাঠে তার এই দাপট বজায় থাকলে ভারতের অর্ধেক কাজ হয়ে যাবে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Rohit Sharma, Shubhman Gill