#মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে না হতেই শুরু হতে চলেছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর ৷ এর জন্য আজ, মঙ্গলবারই বার্বেডোজের উদ্দেশ্যে উড়ে গিয়েছে ভারতীয় দল ৷ এখনও অবশ্য পাকিস্তানের কাছে কোহলিদের হার হজম করতে পারেননি অধিকাংশ দেশবাসী ৷ তাই ফাইনাল ম্যাচ শেষের ৪৮ ঘণ্টা পরেও ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কাটাছেঁড়া চলছেই ৷ কোহলির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এর জবাব দিলেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা ৷
Not an ideal result, we are all dejected. But I know this is a brilliant cricket team, one bad game doesn't change anything. We move on!!
— Rohit Sharma (@ImRo45) June 19, 2017
সমর্থকদের উদ্দেশেই সম্প্রতি এই ট্যুইটটি করলেন রোহিত। ভারতীয় সমর্থকদের জন্য তিনি লিখছেন, ‘‘একেবারেই প্রত্যাশিত ফলাফল নয়। এই হার আমাদের সকলের কাছেই বেদনাদায়ক। তবে আমি বিশ্বাস করি, এটা একটা অসাধারণ খেলা ছিল, আর একটা ম্যাচে খারাপ খেলার জন্য কোনও কিছুই বদলাবে না। আমাদের এগিয়ে যেতে হবে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Champions Trophy 2017, India vs Pakistan Final, Rohit Sharma, রোহিত শর্মা