• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ROHIT SHARMA AND KL RAHUL ON WICKET AS INDIA CHASING SLOWLY ENGLAND LOW TOTAL RRC

সাড়ে তিনশো করতে পারলে ভারতের জয় দেখছেন সেওয়াগ, গাভাসকাররা

অপরাজিত দুই ভারতীয় ওপেনার

প্রথম ইনিংসে ভারত যদি সাড়ে তিনশো রান তুলতে পারে তাহলে জয় নিশ্চিত। এমনটাই মনে করেন বীরেন্দ্র সেওয়াগ এবং সুনীল গাভাসকার

 • Share this:

  ভারত - ২১/০

  #নটিংহ্যাম: প্রথম ইনিংসে ভারত যদি সাড়ে তিনশো রান তুলতে পারে তাহলে জয় নিশ্চিত। এমনটাই মনে করেন বীরেন্দ্র সেওয়াগ এবং সুনীল গাভাসকার। অতীতে এই মাঠে ভারতের রেকর্ড যথেষ্ট ভাল। দুই প্রাক্তন মনে করেন দ্বিতীয় দিন প্রথম সেশন একটু ধরে খেলতে পারলে নিজেদের অবস্থান জোরালো করবে ভারত। ইংল্যান্ডে রান করতে গেলে যত সম্ভব দেরিতে খেলতে হবে। এটাই মন্ত্র।

  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিউজিল্যান্ডের কাছে হেরে বিস্তর সমালোচনা সহ্য করতে হয়েছিল ভারতীয় দলকে। জবাব দিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ বড় মঞ্চ ছিল ভারতীয় দলের কাছে। আজ থেকে শুরু হওয়া প্রথম টেস্টে ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে কম রানে আটকে যায় ইংল্যান্ড। পেস এবং সুইং দিয়ে ইংরেজদের চেপে ধরেন শামি, বুমরা।

  কিন্তু ভারতের মাঠে এসে ইংল্যান্ড টেস্ট সিরিজ হেরে গেলেও, ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানো সহজ হবে না জানা ছিল। তাছাড়া ভারতে হারের বদলা নিতে মুখিয়ে থাকবে ইংল্যান্ড সেটাও জানাই ছিল। ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন দুই ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা এবং কে এল রাহুল। তাড়াহুড়ো নয়, উইকেটের বাউন্স এবং মুভমেন্ট বুঝে নেওয়ার চেষ্টা করলেন দুজনে।

  রাহুল অনুশীলন ম্যাচে শতরান করেছিলেন। তাই তিনি ছন্দেই ছিলেন। রোহিত শর্মাও জানতেন ধৈর্য দেখালে সাফল্য আসবে। তবুও নতুন বলে অ্যান্ডারসন এবং ব্রডকে খেলা সহজ ছিল না। কারান এবং রবিনসনও নতুন বলে যথেষ্ট চাপে ফেলতে পারেন ব্যাটসম্যানদের। কিন্তু এদিন দুই ভারতীয় ওপেনার ঠিক করেই নেমেছিলেন উইকেট দেবেন না। দিনের শেষে ১৩ ওভারে ২১ রান করে অপরাজিত রয়েছেন রোহিত এবং রাহুল।

  Published by:Rohan Chowdhury
  First published: