লন্ডন: করোনার থাবা থেকে রেহাই পেল না ভারতীয় ক্রিকেট দলও ৷ ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের অন্তত দু’জন করোনা আক্রান্ত বলে বৃহস্পতিবার সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র ৷ জানা গিয়েছে একজন ক্রিকেটারের নামও ৷ তিনি হলেন ঋষভ পন্থ (Rishabh Pant) ৷
কিছুদিন আগেই ওয়েম্বলির মাঠে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ ৷ সেখানেই তিনি সংক্রমিত হতে পারেন, বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ম্যাচ চলাকালীন বন্ধুদের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি ৷ করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরেই ঋষভকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷
বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন পন্থ। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহ্যাম যাবেন না তিনি।
#RishabhPant is the Indian player who has tested positive for COVID-19 in England. pic.twitter.com/4GU4Nt5H7D
— Jeyaram Anojan (@AnojanJeyaram) July 15, 2021
সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর মাঝের অনেকটা সময় এখন ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ এরপর শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ৷ ঋষভের প্রথমে গলা ব্যথা শুরু হয় ৷ তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ ঋষভের সংস্পর্শে আসা প্রত্যেককেই ৩ দিনের আইসোলেশনে থাকতে বলা হয়েছে ৷ ডারহ্যামে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে এখন রয়েছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rishabh Pant