• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • RISHABH PANT TESTS POSITIVE FOR COVID 19 SAYS REPORT SS

Rishabh Pant: করোনা আক্রান্ত ঋষভ পন্থ, ইউরোর ম্যাচ দেখতে গিয়েই কি নিজের বিপদ ডেকে আনলেন !

Photo: Instagram

Rishabh Pant tests positive for Covid-19: কিছুদিন আগেই ওয়েম্বলির মাঠে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ ৷ সেখানেই তিনি সংক্রমিত হতে পারেন, বলে আশঙ্কা করা হচ্ছে ৷

 • Share this:

  লন্ডন: করোনার থাবা থেকে রেহাই পেল না ভারতীয় ক্রিকেট দলও ৷ ইংল্যান্ডে সফররত ভারতীয় দলের অন্তত দু’জন করোনা আক্রান্ত বলে বৃহস্পতিবার সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র ৷ জানা গিয়েছে একজন ক্রিকেটারের নামও ৷ তিনি হলেন ঋষভ পন্থ (Rishabh Pant) ৷

  কিছুদিন আগেই ওয়েম্বলির মাঠে ইউরো কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ ৷ সেখানেই তিনি সংক্রমিত হতে পারেন, বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ম্যাচ চলাকালীন বন্ধুদের সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি ৷ করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরেই ঋষভকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷

  বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন পন্থ। বৃহস্পতিবার দলের সঙ্গে ডারহ্যাম যাবেন না তিনি।

  সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর মাঝের অনেকটা সময় এখন ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ এরপর শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ৷ ঋষভের প্রথমে গলা ব্যথা শুরু হয় ৷ তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে ৷ ঋষভের সংস্পর্শে আসা প্রত্যেককেই ৩ দিনের আইসোলেশনে থাকতে বলা হয়েছে ৷ ডারহ্যামে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে এখন রয়েছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররা ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: