হোম /খবর /খেলা /
ধোনিকে ছাপিয়ে নয়া মাইলস্টোন পন্থের, আবেগ ঝড়ল রায়নার ট্যুইটে

ধোনিকে ছাপিয়ে নয়া মাইলস্টোন পন্থের, আবেগ ঝড়ল রায়নার ট্যুইটে

ধোনিকে ছাপিয়ে ব্যাট হাতে নয়া মাইলস্টোন পন্থের

ধোনিকে ছাপিয়ে ব্যাট হাতে নয়া মাইলস্টোন পন্থের

এমএস ধোনি, ফারুক ইঞ্জিনিয়ার, ঋদ্ধিমান সাহা, নয়ন মোঙ্গিয়াদের পিছনে ফেলে দ্রুততম উইকেটকিপার হিসাবে ১০০০ টেস্ট রান পূর্ণ করেন৷ এদিন দ্বিতীয় ইনিংসে এক রান করার সঙ্গেই ব্যাট হাতে নয়া মাইলস্টোন লিখে ফেলেন রুরকির ২৩ বছরের যুবক৷

  • Last Updated :
  • Share this:

#ব্রিসবেন: মঙ্গলবার গাবায় ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম কারিগর ঋষভ পন্থ৷ ১৩৮ বলে ৮৯ রানের স্বপ্নের ইনিংস খেলে দলকে জেতান তিনি৷ পাশাপাশি টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান এক অনন্য রেকর্ডে নিজের নাম লেখান৷

এমএস ধোনি, ফারুক ইঞ্জিনিয়ার, ঋদ্ধিমান সাহা, নয়ন মোঙ্গিয়াদের পিছনে ফেলে দ্রুততম উইকেটকিপার হিসাবে ১০০০ টেস্ট রান পূর্ণ করেন৷ এদিন দ্বিতীয় ইনিংসে এক রান করার সঙ্গেই ব্যাট হাতে নয়া মাইলস্টোন লিখে ফেলেন রুরকির ২৩ বছরের যুবক৷

উইকেটকিপারদের মধ্যে দ্রুততম ১০ হাজার টেস্ট রান করেছেন যাঁরা:

১) ঋষভ পন্থ (২৭)২) এমএম ধোনি (৩২)

৩) ফারুক ইঞ্জিনিয়ার (৩৬)৪) ঋদ্ধিমান সাহা (৩৭)৫) নয়ন মোঙ্গিয়া (৩৯)

ধোনির অবসরের পর, পন্থকে টিম ম্যানেজমেন্ট দলের এক নম্বর উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে সমর্থন করেছে তিন ফর্ম্যাটেই৷ কিন্তু পন্থ সেই মর্যাদা রাখতে বারবার ব্যর্থ হয়েছেন৷

উইকেটের পিছনে তাঁর কাজ বারবার সমালোচিত হয়েছে৷ কিন্তু পন্থ এই ইনিংস খেলে কিছুটা হলেও সমালোচকদের মুখ বন্ধ করতে পেরেছেন৷ ১৯৮৮ থেকে গাবায় অপ্রতিরোধ্য থাকার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার৷ কিন্তু অজিদের ৩৩ বছরের রেকর্ডও ভেঙে গেল পন্থের ব্যাটে৷ পন্থের ভূয়সী প্রশংসা করে তাঁকে নিজের ভাই বলে আখ্যা দিয়েছেন সুরেশ রায়না৷

Published by:Subhapam Saha
First published:

Tags: MS Dhoni, Rishabh Pant