IND vs NZ: ‘পার্টনারের উপর ভরসা রাখতে হয়...’ রান আউটের জন্য ঋষভও সমান দায়ী বলে মত বিশেষজ্ঞদের

IND vs NZ: ‘পার্টনারের উপর ভরসা রাখতে হয়...’ রান আউটের জন্য ঋষভও সমান দায়ী বলে মত বিশেষজ্ঞদের

ভুল বোঝাবুঝিতে বিশ্রি ওই রান আউটের জন্য ঋষভ পন্থও সমান দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

  • Share this:

#ওয়েলিংটন: শনিবার বেসিন রিজার্ভে যে কাণ্ডটা ঘটেছে, তার জন্য অনেকেই এখন কাঠগড়ায় তুলেছেন অজিঙ্কা রাহানেকে ৷ কিন্তু ভুল বোঝাবুঝিতে বিশ্রি ওই রান আউটের জন্য ঋষভ পন্থও সমান দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ ভারতের ইনিংসের ৫৯তম ওভারে পয়েন্টের দিকে বল ঠেলে রান নিতে দৌড়েছিলেন রাহানে ৷

কিন্তু পিচের মাঝামাঝি এসে যাওয়ার পরেও তাঁর কলে সাড়া দেননি ঋষভ পন্থ ৷ নিজের ক্রিজ ছেড়ে বেরোননি ৷ রাহানে বলের দিকে লক্ষ্য রাখতে গিয়ে খেয়াল করেননি নন-স্ট্রাইকার কী বলছেন সেই দিকে। ততক্ষণে যা দেরি হওয়ার হয়ে গিয়েছে ৷ পন্থকে রান আউট করতে বেশি সময় লাগেনি নিউজিল্যান্ডের ফিল্ডারদের ৷ প্যাটেলের ডিরেক্ট থ্রো স্টাম্প ভেঙে দেয় পন্থের ৷

আউট হওয়ার পর দেখা গিয়েছে মাথা নাড়তে নাড়তে প্যাভিলিয়ানে ফিরছেন পন্থ ৷ তিনি যে বিরক্ত তা স্পষ্টই তাঁর মুখে ফুটে ওঠে ৷ কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু এক্ষেত্রে শুধুই রাহানেকে দোষ দিতে রাজি নন ৷ রান আউটের নেপথ্যে ঋষভের দোষই দেখছেন তাঁরা। সঞ্জয় মঞ্জরেকর কমেন্ট্রি দেওয়ার সময় বলেন, “কোথায় বল, সেটা দেখার চেষ্টা করছিলেন পন্থ। এই কারণেই দ্বিধায় পড়ে গিয়েছিল। যদি পন্থ সতীর্থের উপর ভরসা রেখে দৌড়ত, তা হলে হয়তো ক্রিজে পৌঁছে যেত ঠিক সময়ে। প্যাটেল মোটেই সাংঘাতিক ফিল্ডারদের মধ্যে পড়েন না। কিন্তু পন্থ দেখতে চেয়েছিল বলটা কোথায়। রাহানের উপর ভরসা রাখতেই পারত পন্থ।”

মঞ্জরেকরের পাশাপাশি স্কট স্টাইরিসও বলেছেন, “নিজের পার্টনারের উপর ভরসা রাখতে হয়। ও রাহানেকে ভরসা করেনি, এটাই খারাপ লাগল।”

First published: February 22, 2020, 1:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर