• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • RISHABH PANT EARNS MAIDEN CALL AS SELECTORS NAME SQUAD FOR FIRST THREE TESTS AGAINST ENGLAND

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টের দলে ঋষভ পন্থ, চোটের জন্য নেই ভুবনেশ্বর

File Photo Of Rishabh Pant

প্রথম তিন টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন বোর্ডের নির্বাচকরা ৷

 • Share this:

  #মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারের পরদিনই প্রথম তিন টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচকরা ৷ প্রত্যাশামতোই দলে নেই চোট পাওয়া ঋদ্ধিমান সাহা ৷ তাঁর কাঁধের চোট এখনও সারেনি বলেই জানা গিয়েছে ৷ ঋদ্ধির জায়গায় দলে জায়গা পেলেন দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ তিনি ছাড়াও দলে রয়েছেন আরেক উইকেটরক্ষক দীনেশ কার্তিক ৷ প্রথম টেস্টে অন্তত তাঁকে খেলানোর সম্ভাবনাই বেশি ৷ তবে সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের মাটিতেই টেস্টে অভিষক ঘটতে চলেছে ঋষভ পন্থের ৷

  টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদবও ৷ তাঁকে নিয়েও অনেক বেশি প্রত্যাশা টিম ইন্ডিয়ার ৷ টি২০, ওয়ান ডে-র পর এবার টেস্টেও কুলদীপের কাছ থেকে ভাল পারফরম্যান্সের আশায় নির্বাচকরা ৷ তবে ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুররা দলে থাকলেও চোটের জন্য টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি পেসার ভুবনেশ্বর কুমারের ৷ তিনি সিরিজের শেষ দুটি টেস্টে খেলবেন কী না, সেটা ভুবির চোট খতিয়ে দেখার পরেই সিদ্ধান্ত নেবে বোর্ড ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বুড়ো আঙুলে চোট পেলেও টেস্ট সিরিজের জন্য ফিট বুমরাহ ৷

  Rishabh Pant_R

  অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট একাদশ দলে সুযোগ পেলেন বাংলার ঈশান পোড়েল ৷ আগামী ৩০ জুলাই মুখোমুখি হচ্ছে এই দু’দল ৷

  ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টের জন্য ভারতীয় দল:-

  বিরাট কোহলি ( অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ( সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক ( উইকেটকিপার), ঋষভ পন্থ ( উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ডিয়া, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর

  First published: