নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটাল্সের মাঠে স্পেশাল গেস্ট ঋষভ পন্থ৷ আইপিএলে আর জার্সি নয়, মাঠেই চলে এলেন পন্থ৷ নয়া দিল্লিতে মঙ্গলবার দিল্লি ক্যাপিটাল্সের প্রথম হোম ম্যাচেই মাঠে হাজির পন্থ৷ আইপিএল ২০২৩ এ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ছিল এদিনের ম্যাচ৷
দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান এই মুহূর্তে নিজের চোট থেকে সেরে উঠছেন৷ রুরকিতে নিজের বাড়ি ফেরার পথে পন্থের অ্যাক্সিডেন্ট ছিল মারাত্মক৷ সেই চোটের পর অস্ত্রোপচার হয়ে গেছে৷ এখন তাঁর রিকভারি পিরিয়ড চলছে৷
পন্থের মাঠে আসা থেকে শুরু করে গ্যালারিতে গিয়ে বসা, সব সময়েই ক্যামেরা ফলো করেছে ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি তারকাকে৷
আরও দেখুন দেখে নিন মাঠে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক পন্থের ঢোকার ভাইরাল ভিডিও#WATCH | Cricketer Rishabh Pant arrives at Arun Jaitley Stadium in Delhi as his team Delhi Capitals faces Gujarat Titans here. pic.twitter.com/Gx7l2oYrfi
— ANI (@ANI) April 4, 2023
অরুণ জেটলি স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে এদিন দিল্লির ইনিংস দেখেন ঋষভ পন্থ৷ তাঁকে স্ট্যান্ডেও ফটোগ্রাফাররা ধরেন৷
Happy to see Delhi's own superstar #RishabhPant in the stands, supporting his team at home. Lovely how the franchise has come to support Pant in his tough days. That's IPL for us. #IPL2023 #DelhiCapitals #DCvsGT pic.twitter.com/oK0RWFxDVC
— Ridhima Pathak (@PathakRidhima) April 4, 2023
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম ম্যাচে ডাগআউটে পন্থের জার্সি ঝুলিয়ে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। পন্থকে শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নিয়েছিল তারা। তবে দিল্লির এমন কাজ মোটেও ভাল চোখে দেখেনি বিসিসিআই। আসলে পন্থকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে দিল্লি। তবে বিসিসিআই তাতে খুশি নয়। বিসিসিআই-এর তরফে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আর যেন পন্থের জার্সি কখনও কোনও ম্যাচে ডাগআউটে ঝুলিয়ে রাখা না হয়!
আরও পড়ুন - Viral Reels|| বিকিনি পরেই দিল্লি মেট্রো সওয়ারি তরুণী, ভাইরাল রিলে তোলপাড় সোশ্যাল মিডিয়া
দিল্লি আজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলছে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে। আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের অনুমতি পাওয়া সাপেক্ষে পন্থকে ডাগআউটেও বসাতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস। তার জন্য পন্থকে বাড়ি থেকে আনাির কথা ছিল৷ আবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজির ভিআইপি বক্সে বসে খেলা দেখেন ঋষভ পন্থ৷
পন্থ চোট পেয়েছেন। তবে তাঁর জীবনে চরম ট্র্যাজেডি নেমে আসেনি। বিসিসিআই তাই দিল্লিকে সতর্ক করেছে, এরকম ঘটনা যেন আর না ঘটে! তবে পন্থ আজকের ম্যাচে মাঠে আসবেন কি না তা নিয়ে এখনও কিছু জানা যায়নি সেভাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Capitals, IPL 2023, Rishabh Pant, Viral Video