#রিও ডি জেনেইরো: অলিম্পিক শুরুর আগেই ভারতীয় টেনিসে বিক্ষোভের আঁচ। কেন্দ্রবিন্দুতে লিয়েন্ডার পেজ। অভিযোগ, এখনও রিও’তে নেই তিনি। কবে আসবেন জানা নেই। যদিও ভেস পেজের দাবি, আজ বৃহস্পতিবার রাতেই ব্রাজিল গিয়ে পৌঁছবেন লিয়েন্ডার।
বিতর্ক ছিল, সেটাই রয়ে গেল। অলিম্পিক শুরুর আগে লিয়েন্ডার পেজকে ঘিরে ধোঁয়াশা ভারতীয় টেনিসে। পয়লা অগাস্ট তাঁর রিও ভিলেজে যাওয়ার কথা ছিল। অভিযোগ, এখনও ব্রাজিলে আসেননি তিনি। ফলে প্রথম ম্যাচে নামার আগে পার্টনারকে ছাড়াই অনুশীলন করতে হচ্ছে রোপন বোপান্নাকে। ডাবলসে কোর্টে নামার আগে ম্যাক্স মির্নির সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন বোপান্না। এই পরিস্থিতিতে টেনিস দলের কোচ জিশান আলির দাবি, লিয়েন্ডারকে নিয়ে কোনও খবর নেই তাঁর কাছে।
সাতবারের অলিম্পিকে যোগ দেওয়া লিয়েন্ডারকে ঘিরে এই ধোঁয়াশার মধ্যেই অবশ্য জল্পনায় অবসান ঘটাতে চেয়েছেন ভেজ পেজ। তাঁর দাবি, কোনও বিতর্ক নেই। লিয়েন্ডার ঠিক সময় ভিলেজে হাজির হবেন।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Games Village, India, Leander Paes, Olympics 2016, Rio Olympics