#রিও দি জেনেইরো: রিও অলিম্পিকের আসরে ফের আতঙ্ক। এবার সাংবাদিকদের বাসে হামলা চালাল দুষ্কৃতিরা। রিওর অলিম্পিক পার্কে যাওয়ার পথে হামলা চলে। বাসের জানালা ভেঙে ২ জন জখম হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর , মহিলাদের বাস্কেটবল ইভেন্ট কভার করতে যাচ্ছিলেন সাংবাদিকরা। ঘটনার পর সবাইকেই মিডিয়া সেন্টারে ফিরিয়ে আনা হয়।
মঙ্গলবার বাস্কেটবল ভেন্যু থেকে মূল প্রেস সেন্টারে ফেরার সময় আক্রমণের মুখে পড়ে বাসটি৷ বাসের কাচের জানলা লক্ষ্য করে ভারী কিছু জিনিস ছোঁড়া হয় বলে জানা যাচ্ছে৷ যদিও তা গুলি না পাথর তা এখনও স্পষ্ট নয়৷ প্রাণ বাঁচাতে সাংবাদিকরা সিটের নীচে মাথা লোকান৷ কেউ কেউ বাসের মেঝেতে শুয়ে পড়েন৷ ঘটনায় আহত হন ৩ জন সাংবাদিক৷ বাসে থাকা এক ব্রিটিশ চিত্রসাংবাদিকের মতে, কাঁচের জানলায় ক্ষত দেখে মনে হচ্ছে বুলেটই ছোড়া হয়েছিল বাস লক্ষ্য করে৷ এক সাংবাদিকের দাবি, তিনি গুলির আওয়াজও শুনেছেন৷ তবে পাথর ছুঁড়ে বাসের জানলার কাঁচ ভাঙা হয়েছে বলেই অনুমান পুলিশের ৷
বাসটিতে মোট ১২ জন ছিলেন। যাঁদের মধ্যে চারজন ব্রাজিলের এবং বাকিরা বিদেশি। গত সপ্তাহে অলিম্পিকের মিডিয়া সেন্টারে একটি বুলেট উদ্ধার হয়েছিল। জঙ্গি হানার আশঙ্কায় নিরাপত্তা আরও জোরদার করতে লন্ডন অলিম্পিকের দ্বিগুণ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে রিওতে ৷ কিন্তু তারপরেও এই ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে অলিম্পিকের শহরে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus Attack, Journalist Bus Attack, Olympics 2016, Rio Olympics, Rio Olympics 2016