#রিও: শুরু হতে না হতেই শেষের বাদ্যি ৷ অলিম্পিকে মহিলাদের শুটিং গেম থেকে ব্যর্থ হয়ে ফিরলেন অয়নিকা পাল এবং অপূর্বী চান্ডেলা ৷ শনিবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে খালি হাতেই ফেরত এলেন এই দুই ভারতীয় মহিলা শ্যুটার ৷ মূল পর্বে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন এই দু’জন ৷
৫৩ জন প্রতিযোগীর মধ্যে প্রথম আটজনই মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান ৷ সেখানে বাঙালি মেয়ে অয়নিকা ৪০৭.৩ পেয়ে শেষ করেন ৪৩-তম স্থানে ৷ ওই পর্বেই অপর ভারতীয় অপূর্বী চান্ডেলা দখল করেন ৩৪ তম স্থান ৷ তাঁর প্রাপ্ত পয়েন্ট ছিল ৪১১.৬ ৷
কমনওয়েলথে ব্রোঞ্জ পদক জয়ী অয়নিকাকে নিয়ে অনেক আশা ছিল ভারতের ৷ আন্তর্জাতিক মঞ্চে বরাবরই ভাল ফল করেছেন অয়নিকা ৷ তাই পদক জয়ের আশা জাগানো এই প্রতিযোগী প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ায় হতাশ ভারত ৷
অন্যদিকে, ৪২০.৭ স্কোর নিয়ে এই পর্বে প্রথম হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান চিনের দু লি ৷ একইসঙ্গে তিনি এই ইভেন্টে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন ৷ তবে শেষ পর্যন্ত মূল পর্বে প্রথম স্থান দখল করে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন ভার্জিনিয়ার থ্রাসার ৷ অলিম্পিকে এটাই প্রথম সোনা আমেরিকার ৷
তবে থ্রাসার ছাড়াও আরও একজন আমেরিকান প্রতিযোগী মূল পর্বে কোয়ালিফাই করেছিলেন ৷ এছাড়া জার্মানি, ইরান, রাশিয়া, ক্রোয়িশিয়া থেকে একজন করে এবং চিন থেকে দু’জন প্রতিযোগী মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতায় সামিল ছিলেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Apurvi Chandela, Ayonika Paul, India, India In Rio 2016, India in Rio Olympic 2016, Rio 2016, Rio Olympics 2016, রিও অলিম্পিক, রিও অলিম্পিক ২০১৬