কলকাতা: রিঙ্কু সিং গুজরাতের বিরুদ্ধে যখন পাঁচ ছক্কা মেরে নিশ্চিত হারা ম্যাচ জিতিয়েছিলেন তখন নাকি তিনি বেশি কিছু চিন্তা করেননি। আজ সোমবার ঘরের মাঠে ইডেনে চাপ কিন্তু অনেক বেশি ছিল পরিস্থিতির বিচারে। কারণ হেরে গেলেই এবারের মতো টুর্নামেন্ট শেষ হয়ে যেত বেগুনি জার্সিধারীদের। যদিও আন্দ্রে রাসেল রান আউট হওয়ার আগে কলকাতাকে একটা শক্ত জায়গায় দাড় করিয়ে দিয়ে গিয়েছিলেন, তবুও শেষ বলে দুই রান সহজ কথা ছিল না।
উল্টোদিকে বলার যখন আর্শদীপ তখন কাজটা বেশি কঠিন। কিন্তু শাহরুখ খানের দলের নতুন ভরসা এখন যে রিঙ্কু সিং। যতক্ষণ আছেন কলকাতা লড়াই করবে এটা নিয়ম হয়ে গিয়েছে। আজ শেষ বলটা কোমরের কাছে ফুল্টস আসতেই ঘুরিয়ে দিলেন বাউন্ডারিতে। সঙ্গে সঙ্গে দুহাত আকাশের দিকে তুলে ছুটলেন পাগলের মত।
Nitish Rana said, “I get goosebumps when the crowd cheers ‘Rinku Rinku’. He’s earned that! Earlier it was ‘Russell Russell’, but now it’s Rinku”. pic.twitter.com/FnIiy2Vksw
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 8, 2023
রিঙ্কু যেন এক আশ্চর্য প্রদীপ। বারবার কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসার চাবিকাঠি। গত পাঁচ বছর ধরে দলে আছেন। কিন্তু এরকম পারফরমেন্স কখনও করতে পারেননি। সেই আলীগড়ের ছেলেটা এখন বদলে গিয়েছে। শেষ বলে পঞ্জাবকে হারিয়ে রিঙ্কু জানিয়ে দিলেন তিনি বেশি কিছু চিন্তা করেননি।
চেষ্টা করেছিলেন বাঁহাতি পেসার উল্টোদিকে থাকায় নিজে স্ট্রাইক নিতে। সেই স্ট্রাটেজি কাজে লেগেছে। কেকেআর তার এই পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টের টিকে আছে দিনের শেষে। রিঙ্কু বিশ্বাস রাখছেন শেষ পর্যন্ত লড়াইয়ে। শাহরুখ খানের সিনেমার বিখ্যাত ডায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kkr, Rinku Singh