কলকাতা: রিঙ্কু সিং এবার ভারতীয় দলে ঢুকতে পারেন এমন একটা সম্ভাবনা আগে থেকেই ছিল। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে এবারের আইপিএলে অন্যতম সেরা আবিষ্কার রিঙ্কু। ৪৭৪ রান, পাঁচটা হাফ সেঞ্চুরি, ৬০ গড়ে আইপিএল কাঁপিয়ে দিয়েছেন আলিগড়ের তরুণ তারকা। নিখুঁত ফিনিশার হয়ে উঠেছেন। ভারতের বিরুদ্ধে আফগানিস্তান সিরিজ খেলবে এবার। সেখানে রিঙ্কু, যশস্বী জয়সওয়াল এবং আরো কয়েকজন তরুণ ক্রিকেটারকে ভারতীয় দল ডাকবে মোটামুটি ঠিক হয়ে গিয়েছে।
এভাবেই সাপ্লাই লাইন প্রস্তুত রাখতে চায় বিসিসিআই। বেশ কিছু ক্রিকেটারকে তৈরি রাখতে চাইছেন ভারতীয় ক্রিকেট কর্তারা। কেউ চোট পেলে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করাই লক্ষ্য তাঁদের। তাই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ে দ্বিতীয় সারির দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রায় দু’মাস আইপিএল খেলার পর তাঁরা ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন টেস্ট বিশ্বকাপ ফাইনাল।
জুনের আফগানিস্তান সিরিজ়ের পর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ়। ১২ জুলাই থেকে ১৩ অগস্টের মধ্যে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। সে কথা মাথায় রেখে কোহলি, রোহিতদের উপর চাপ কমানোর জন্য আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছে।
আইপিএল ফাইনাল দেখতে ভারতে আসবেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মিরওয়াজ আশরাফ।আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় হবে ২০ থেকে ৩০ জুন। তিনটি টি-টোয়েন্টি বা তিনটি এক দিনের ম্যাচ খেলতে পারে দু’দেশ। রিঙ্কু এখন ক্যারিয়ারের যে জায়গায় আছেন এবং যে ছন্দে আছেন তাতে তাকে জাতীয় দলের সুযোগ দেওয়ার এটাই সেরা সময়। মাথায় রাখতে হবে বছরের শেষের দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ আছে। তার আগে সব রকম অপশন দেখে রাখতে চান নির্বাচকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rinku Singh