হোম /খবর /খেলা /
সাকিবের বদলি নাকি অন্য বিদেশি নিতে চায় কেকেআর! বদলে গেল সমীকরণ

Shakib: সাকিবের বদলি নাকি অন্য বিদেশি নিতে চায় কেকেআর! নাইটদের প্রস্তাবে রাজি বাংলাদেশ তারকা?

পুরো আইপিএল থেকেই সম্ভবত ছিটকে যেতে চলেছেন সাকিব

পুরো আইপিএল থেকেই সম্ভবত ছিটকে যেতে চলেছেন সাকিব

  • Share this:

কলকাতা: প্রস্তাবটা তাই এসেছে সাকিবের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের কাছ থেকেই। সূত্র জানিয়েছে, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। সাকিব চাইলে কেকেআর বাধ্য থাকত তাকে খেলাতে।

কিন্তু এই দলের সঙ্গে তার সম্পর্ক নিজের পরিবারের মতো। তাই বাংলাদেশ তারকা ঠিক করেছেন কেকেআরের অনুরোধ মেনে নিয়ে আইপিএল না খেলার। একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তিনি অবশ্য যেটুকু সময় পাবেন তাতে কেকেআরের জার্সিতেই খেলতে চান। অভিজ্ঞ বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান যত তাড়াতাড়ি কেকেআর দলে যোগ দেবেন তত সুবিধা হবে নাইট শিবিরের।

 চলমান আইপিএলের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেও দ্বিতীয় দফায় সাকিবকে ১ কোটি ৫০ লাখ টাকায় কিনে নেয় কলকাতা। সাকিবকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলালে কলকাতারই সুবিধা হবে বলে মনে করেন মুডি। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বলেন, সাকিব একজন দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। যার ওপর দল নির্ভর করতেই পারে, শুধু বিদেশি বলেই তার ওপর আস্থা রাখা হয় না?

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে বৃষ্টি আইনে ৭ রানে হেরেছে কলকাতা। অবশ্য ব্যাট হাতে আইপিএলে সাকিবের পারফর্মেন্স সুবিধার নয়। বোলার হিসেবে দারুণ করেছেন। তবু টম মুডি বলছেন সাকিবকে ওপরে খেলানো হোক, সাকিবকে সব সময়ই অতিরিক্ত বিদেশি হিসাবে ব্যবহার করা হয়েছে। তাকে চার নম্বরে খেলালে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারবে।

সাকিবকে বলা উচিত, ব্যাটার হিসাবেই খেলতে এবং তার বোলিং দলের জন্য বোনাস। কারণ দলে যথেষ্ট স্পিনার আছে। সাকিব নিজেও জানেন এটাই হয়তো তার শেষ আইপিএল। তাই কলকাতার জার্সিতে আবার নিজের সেরা খেলা তুলে ধরতে চাইবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। তাছাড়া কলকাতার মাঠের সমর্থকদের পূর্ণ সমর্থন থাকবে সাকিব এবং লিটনের পক্ষে।

সেটাও তাদের নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে মোটিভেট করবে। লিটন এই মুহূর্তে ছন্দে আছেন। তাই প্রথম আইপিএল হলেও তার দিকে তাকিয়ে থাকবে শাহরুখ খানের দল। তবে সাকিব খেলছেন না আইপিএলে, তার বদলে কাকে দলে নেয় কেকেআর সেটাই এখন দেখার।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: IPL 2023, Kkr, Shakib Al Hasan