হোম /খবর /খেলা /
১০২ মিটারের রাক্ষুসে ছক্কা! আইপিএলে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বয়স্ক দর্শক

Ipl 2022: ১০২ মিটারের রাক্ষুসে ছক্কা! আইপিএলে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বয়স্ক দর্শক

Ipl 2022: ম্যাচ দেখতে গিয়ে জীবন নিয়ে টানাটানি পড়ে গেল এক বয়স্ক দর্শকের।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ঝড় উঠবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। টি-২০ ক্রিকেট দেখতে মাঠে যাওয়া দর্শকরাও আসলে মনোরঞ্জন চান। তবে বিনোদনের চোটে যদি প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায় তা হলে!

 টি-২০ ক্রিকেট খেলতে নেমে যে কোনও ব্যাটার ছক্কা হাঁকাতে চান। যত বেশি ছক্কা, তত প্রচার, তত বড় টি-২০ ব্যাটার। তা ছাড়া নির্ধারিত ২০ ওভারে বড় রান খাঁড়া করারও একটা ব্যাপার থাকে। আর সেই ছক্কা অনেক সময় দর্শকদের চোট-আঘাত দিয়ে ফেলে।

চলতি আইপিএলের ৬০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পাঞ্জাব কিং। ওই ম্যাচে বেঙ্গালুরু ৫৪ রানে হেরেছে। তবে ওই ম্যাচে আরসিবির রজত পতিদারের একটি ছক্কা নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে। সেই ছক্কা দেখে খোদ বিরাট কোহলিও আঁতকে উঠেছিলেন।

বিরাট ছক্কা ছিল সেটি। তবে কোহলি পেল্লাই ছক্কা দেখে অবাক হননি। বরং অবাক হয়েছিলেন অন্য আরেকটি  ব্যাপার দেখে। রজতের সেই ছক্কাটি ছিল ১০২ মিটারের। বল সরাসরি গিয়ে লাগে গ্যালারিতে থাকা এক বয়স্ক দর্শকের মাথায়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে ওঠেন ডাগ আউটে বসে থাকা বিরাট কোহলি।

আরও পড়ুন- দুর্ভাগ্যই সঙ্গী বিরাটের, পঞ্জাবের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন হল আরসিবির

রজত পাতিদার এই ম্যাচে ২১ বলে ২৬ রান করেছিলেন। একটি চার এবং দুটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। তার মধ্যে একটি ছক্কায় আঘাত পান সেই বয়স্ক ব্যক্তি। অনেকে বলছেন, এমন রাক্ষুসে ছক্কা প্রাণ কেড়ে নিতে পারত ওই ব্যাক্তির।

আইপিএলে এমন ঘটনা অবশ্য প্রথম নয়। চলতি আইপিএলের সপ্তম ম্যাচে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে তরুণ ব্যাটার আয়ুষ বাদোনি সুইপ শটে ডিপ স্কোয়ার লেগে একটি লম্বা ছক্কা হাঁকান। তাঁর সেই শটটি গিয়ে লেগেছিল স্ট্যান্ডে বসা এক মহিলা দর্শকের গায়ে।

সেই শটের তীব্রতা এতটাই ছিল যে মহিলা দর্শকের আঘাতের কথা ভেবে অনেকে আঁতকে উঠেছিলেন। বেশ কিছুক্ষণ মাথা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল ওই মহিলা দর্শককে। তবে তাঁর চোট গুরুত ছিল না বলে জানা গিয়েছিল।

Published by:Suman Majumder
First published:

Tags: IPL 2022, RCB