হোম /খবর /খেলা /
Virat on Hasaranga : হাসারাঙ্গা, চামিরা শক্তি বাড়িয়েছে ,দাবি কোহলির

Virat on Hasaranga : হাসারাঙ্গা, চামিরা শক্তি বাড়িয়েছে আরসিবি-র, দাবি কোহলির

দুই তরুণ লঙ্কান ক্রিকেটার ভাগ্য বদলাতে পারবে আরসিবি- র ?

দুই তরুণ লঙ্কান ক্রিকেটার ভাগ্য বদলাতে পারবে আরসিবি- র ?

RCB captain Virat Kohli feels Wanindu Hasaranga and Dushmantha Chameera great addition . ছ’দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছেন কোহলি। ভারতের টি-২০ দলের নেতৃত্ব ছাড়া নিয়ে চারদিকে জোর জল্পনা চললেও ভি কে রয়েছেন খোশমেজাজেই। কোহলির মনোযোগ এখন শুধুমাত্র আইপিএলে নিবদ্ধ

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#আবুধাবি: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে দুরন্ত পারফর্ম করেছিলেন এই দুই তরুণ ক্রিকেটার। শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়াদের রীতিমতো সমস্যায় ফেলেছিলেন হাসারাঙ্গা এবং দুষ্মন্ত চামিরা। অ্যাডাম জাম্পা দ্বিতীয় পর্ব না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর পরিবর্ত হিসেবে হাসারাঙ্গাকে দলে নিতে দেরী করেনি আরসিবি। এই তরুণ ক্রিকেটেরটি যেমন লেগ স্পিন করতে পারেন, তেমনই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান করতে সক্ষম। আরবের ঘূর্ণি উইকেটে তিনি বেঙ্গালুরুর বড় অস্ত্র হতে পারেন।

আরও পড়ুন - Sanjay Manjrekar on CSK : ধোনির আগে জাদেজাকে দেখতে চান সঞ্জয়

পাশাপাশি ছয় ফুটের চামিরা তরুণ ফাস্ট বোলার হিসেবে উঠে এসেছেন। গতি, সুইং দুটোই আছে। বাউন্সার ব্যবহার করতে পারেন। এই দুই তরুণ লঙ্কান ক্রিকেটার দলে আসার ফলে আরসিবি- র ভারসাম্য বেড়েছে নিশ্চিত বিরাট। কিন্তু দুজনকে একসঙ্গে খেলাবেন কিনা সেটা নির্ভর করছে পিচের ওপর। টিম কম্বিনেশন ম্যাচ পরিস্থিতি বুঝে নির্ভর করে বলছেন ভারত অধিনায়ক। এমনিতে আইপিএলের মঞ্চে ব্যর্থতাই তাঁর সঙ্গী। জনপ্রিয় এই টি-২০ টুর্নামেন্টে ধোনি, রোহিতের হাতে একাধিকবার ট্রফি উঠলেও, তাঁর ভাঁড়ার এখনও শূন্য।

সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে খুব খারাপ পারফরম্যান্স করেনি তাঁর দল। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে আরসিবি। দ্বিতীয় লেগেও সেই ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য কোহলির। সোমবার আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। ছ’দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছেন কোহলি।

ভারতের টি-২০ দলের নেতৃত্ব ছাড়া নিয়ে চারদিকে জোর জল্পনা চললেও ভি কে রয়েছেন খোশমেজাজেই। কোহলির মনোযোগ এখন শুধুমাত্র আইপিএলে নিবদ্ধ। আরসিবি ক্যাপ্টেন বলছেন, ‘লিগ টেবলে আমরা তিন নম্বরে রয়েছি। সাতটির মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছি। সংগ্রহে ১০ পয়েন্ট। দ্বিতীয় পর্বে আমাদের আরও ধারাবাহিকতা দেখাতে হবে। আর সে জন্য সতীর্থদের থেকে সেরা খেলাটা চাইছি।’

দলে একাধিক পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনকে পাবে না আরসিবি। এই প্রসঙ্গে বিরাট বলছেন, ‘শ্রীলঙ্কার ওয়ানিডু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা যোগ দেওয়ায় আমাদের দল আরও শক্তিশালী হবে। নতুন কম্বিনেশন ও পরিকল্পনার মিশেলে ভালো কিছু করার ব্যাপারে আমি আশাবাদী।’চনমনে বিরাটকে দেখে খুশি কোচ মাইক হেসেনও।

তাঁর মতে, ‘দলের ক্যাপ্টেন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। কোহলিকে দেখে মনেই হচ্ছে না যে, অনেকদিন পর সে সাদা বলের ক্রিকেটে খেলতে নামছে। এটা দারুণ ইতিবাচক দিক।’ বোলিংয়ে কোহলি-ব্রিগেডের বড় ভরসা পেসার মহম্মদ সিরাজ। অনুশীলন ম্যাচে শতরান করেছেন এবি ডি’ভিলিয়ার্স। বড় শটের জন্য রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। সব মিলিয়ে এবার চ্যাম্পিয়ন না হতে পারলে আর কবে আরসিবি চ্যাম্পিয়ন হবে বলা সম্ভব নয়।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IPL 2021, RCB