১২.১ ওভার বল করে সাত উইকেট। রবীন্দ্র জাদেজা ফিরে এসেই এমন কাণ্ড ঘটাবেন কে ভেবেছিল! তবে তাঁর নামের আগে যে এমনি এমনি স্যর শব্দটা বসে না, তা আবার প্রমাণ করে ছাড়লেন জাড্ডু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের সেরা বোলিং করলেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে দিল্লি টেস্টে রেকর্ডও করে ফেললেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে সব থেকে কম বলে সাত উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জাদেজা। এর আগে এই রেকর্ড ছিল আর অশ্বিনের। তিনি ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩.৫ ওভারে সাত উইকেট তুলেছিলেন। উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, পিটার হ্যাডসকম্ব, প্যাট কামিন্স, অ্যালেক্স কেরি, নাথান লিয়ন, ম্যাথু কুনহেম্যানের উইকেট তুলে নেন জাদেজা। জাদেজা ও অশ্বিনের দাপটে দিল্লি টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল টিম ইন্ডিয়া।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।