#সিডনি: চলতি বর্ডার-গাভাস্কর টেস্ট সিরিজ থেকে ছিটকেই গেলেন রবীন্দ্র জাদেজা৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে চতুর্থ ও শেষ টেস্টে খেলা হবে না তাঁর৷ সোমবার রাতে প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন টিমের স্টার অলরাউন্ডার এখন সিডনিতেই একজন বিশেষজ্ঞকে দেখাবেন৷ তারপর দেশে ফিরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাবেন রিহ্যাবের জন্য৷
সিডনিতে প্রথম ইনিংসে ব্যাট করার সময় অজি পেসার মিচেল স্টার্কের একটা আগুনে গতির বল জাদেজার গ্লাভসে এসে লেগেছিল। পরে স্ক্যান রিপোর্টে জানা যায় যে, জাদেজার বুড়ো আঙুলের হাড় সড়ে গিয়েছে ও চিড় ধরেছে। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না। এমনকী শেষ টেস্টেও খেলা হবে না তাঁর। কিন্তু চতুর্থ দিনের শেষে খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না অজিঙ্কা রাহানের টিম। জাদেজা নিজেই জানান যে, এমন অবস্থায় তিনি ইনজেকশন নিয়ে হলেও খেলতে রাজি আছেন।
Ravindra Jadeja ruled out of Border-Gavaskar Test series.
More details - https://t.co/ql3fl0a2zO #AUSvIND pic.twitter.com/RFBR0tBvls — BCCI (@BCCI) January 11, 2021
দলের ডাক্তার এবং ফিজিওরা আলোচনা করে জানায় যে, জাদেজা যদি ইনজেকশন নিয়ে ব্যাট করতে নামেন, তাহলে তিনি ব্যাথা অনুভব করবেন না ঠিকই। কিন্তু সেক্ষেত্রে তাঁর সুস্থ হয়ে উঠতে অনেকটা বেশি সময় লাগবে। প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সোমবার তৃতীয় টেস্টের পঞ্চম দিনে জাদেজা প্যাড আপ করে থাকলেও তাঁকে আর নামতে হয়নি৷ চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ খেলে যাওয়ার পর আর অশ্বিন ও হনুমা বিহারীর লড়াইয়ে ভারত টেস্ট ড্র করে৷
আগামী ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট৷ এই মুহূর্তে সিরিজ ১-১৷ গাবায় অজিঙ্কা রাহানে বা টিম পেইনের মধ্যে যে জিতবে সিরিজে নাম লেখাবে তাঁরা৷ এমনিতেই ভারতীয় দল চোট-আঘাতে জর্জরিত৷ ঋষভ পন্থ থেকে হনুমা বিহারী হয়ে রোহিত শর্মা ও আর অশ্বিন৷ সকলেরই কম-বেশি চোট রয়েছে৷ তার মধ্যে জাদেজার চলে যাওয়াটা নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা৷ সিডনিতে ব্যাট হাতে অপরাজিত ২৮ রানের পাশাপাশি, বল হাতে দুর্দান্ত চার উইকেট এবং একটা স্বপ্নের রান আউট করেন জাদেজা৷ ফের একবার নিজের দক্ষতা প্রমাণ করে জাত চেনান তিনি৷