#সিডনি: বড় ধাক্কা ভারতীয় শিবিরে৷ চোটের জন্য সম্ভবত সিডনি টেস্ট ও সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা৷
তৃতীয় দিন ব্যাট করার সময় মিচেল স্টার্কের উঠে আসা ডেলিভারিতে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান দেশের স্টার অলরাউন্ডার৷ জাদেজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য৷ জাদেজার রিপোর্ট বলছে আঙুলে চিড় ধরেছে ও হাড় সরে গিয়েছে৷ !
জাদেজার চোটের প্রসঙ্গে বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, "জাদেজার আঙুলে চিড় ধরেছে ও হাড় সরে গিয়েছে৷ ওর পক্ষে গ্লাভস পরা বা ব্যাট করা অত্যন্ত সমস্যার হবে৷ অন্তত পক্ষে দু থেকে কিন সপ্তাহ ওর পক্ষে খেলা সম্ভব হবে না৷ সেক্ষেত্রে ফাইনাল টেস্ট থেকে ও ছিটকে গেল বলাই যায়৷"
১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট৷ জাদেজা না থাকা মানে শুধু ব্যাটে-বলেই নয়, ফিল্ডিংয়েও একটা বিরাট ক্ষতি৷ যদিও এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে জাদেজার চোটের ব্যাপারে সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি৷
UPDATE - Ravindra Jadeja suffered a blow to his left thumb while batting. He has been taken for scans.#AUSvIND pic.twitter.com/DOG8SBXPue
— BCCI (@BCCI) January 9, 2021
জাদেজা যদি আর মাঠে নামতে না-পারেন সেক্ষেত্রে লাইক-ফর-লাইক পরিবর্ত নিতে হবে অজিঙ্কা রাহানের দলকে৷ একজন অতিরিক্ত ব্যাটসম্যান কিংবা বিশেষজ্ঞ স্পিনার হিসাবে কুলদীব যাদবকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট৷
ভারতীয় দল চোট-আঘাতে রীতিমতো জর্জরিত৷ দুই নিয়মিত পেসার ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মার তো চোট ছিলই৷ অন্যদিকে সিডনি টেস্টে খেলার সুযোগ তৈরি হয়েছিল কেএল রাহুলের৷ কিন্তু নেটে ব্যাট করতে গিয়ে তিনি কবজিতে চোট পান৷ এখন কম করে তিন সপ্তাহ তাঁকে খেলার বাইরে থাকতে হবে৷
রোহিত শর্মা ও মহম্মদ শামিকে এই ট্যুরে ভারত পায়নি চোটের জন্য৷ অন্যদিকে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থও চোট পেয়েছিলেন৷ তাঁর পরিবর্তে মাঠে নামেন ঋদ্ধিমান সাহা৷ কিন্তু পন্থের চোট ততটা গুরুতর নয়৷ দ্বিতীয় ইনিংসে প্রয়োজনে ব্যাট করতে নামতে পারবেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI, India vs Australia, Ravindra Jadeja