হোম /খবর /খেলা /
বড় ধাক্কা ভারতীয় শিবিরে, সম্ভবত সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, সম্ভবত সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, সম্ভবত সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, সম্ভবত সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

বড় ধাক্কা ভারতীয় শিবিরে৷ চোটের জন্য সম্ভবত সিডনি টেস্ট ও সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা৷ তৃতীয় দিন ব্যাট করার সময় মিচেল স্টার্কের উঠে আসা ডেলিভারিতে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান দেশের স্টার অলরাউন্ডার৷

  • Last Updated :
  • Share this:

#সিডনি: বড় ধাক্কা ভারতীয় শিবিরে৷ চোটের জন্য সম্ভবত সিডনি টেস্ট ও সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা৷

তৃতীয় দিন ব্যাট করার সময় মিচেল স্টার্কের উঠে আসা ডেলিভারিতে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান দেশের স্টার অলরাউন্ডার৷ জাদেজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য৷ জাদেজার রিপোর্ট বলছে আঙুলে চিড় ধরেছে ও হাড় সরে গিয়েছে৷ !

জাদেজার চোটের প্রসঙ্গে বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, "জাদেজার আঙুলে চিড় ধরেছে ও হাড় সরে গিয়েছে৷ ওর পক্ষে গ্লাভস পরা বা ব্যাট করা অত্যন্ত সমস্যার হবে৷ অন্তত পক্ষে দু থেকে কিন সপ্তাহ ওর পক্ষে খেলা সম্ভব হবে না৷ সেক্ষেত্রে ফাইনাল টেস্ট থেকে ও ছিটকে গেল বলাই যায়৷"

১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট৷ জাদেজা না থাকা মানে শুধু ব্যাটে-বলেই নয়, ফিল্ডিংয়েও একটা বিরাট ক্ষতি৷ যদিও এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে জাদেজার চোটের ব্যাপারে সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

জাদেজা যদি আর মাঠে নামতে না-পারেন সেক্ষেত্রে লাইক-ফর-লাইক পরিবর্ত নিতে হবে অজিঙ্কা রাহানের দলকে৷ একজন অতিরিক্ত ব্যাটসম্যান কিংবা বিশেষজ্ঞ স্পিনার হিসাবে কুলদীব যাদবকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট৷

ভারতীয় দল চোট-আঘাতে রীতিমতো জর্জরিত৷ দুই নিয়মিত পেসার ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মার তো চোট ছিলই৷ অন্যদিকে সিডনি টেস্টে খেলার সুযোগ তৈরি হয়েছিল কেএল রাহুলের৷ কিন্তু নেটে ব্যাট করতে গিয়ে তিনি কবজিতে চোট পান৷ এখন কম করে তিন সপ্তাহ তাঁকে খেলার বাইরে থাকতে হবে৷

রোহিত শর্মা ও মহম্মদ শামিকে এই ট্যুরে ভারত পায়নি চোটের জন্য৷ অন্যদিকে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থও চোট পেয়েছিলেন৷ তাঁর পরিবর্তে মাঠে নামেন ঋদ্ধিমান সাহা৷ কিন্তু পন্থের চোট ততটা গুরুতর নয়৷ দ্বিতীয় ইনিংসে প্রয়োজনে ব্যাট করতে নামতে পারবেন তিনি৷

Published by:Subhapam Saha
First published:

Tags: BCCI, India vs Australia, Ravindra Jadeja