অধিনায়ক জসপ্রীত বুমরাহ বুঝিয়ে দিলেন ব্যাট হাতে তিনিও অবদান রাখতে পারেন। স্টুয়ার্ট ব্রডকে পিটিয়ে ছাতু করলেন। অপরাজিত রইলেন ১৬ বলে ৩১ করে। ভারতের ইনিংস শেষ হল ৪১৬ রানে। বুড়ো হাড়ে জেমস অ্যান্ডারসন পাঁচ উইকেট নিলেন। কিন্তু ভারতের এই বিশাল রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ড দলকে চাপের মধ্যে রাখবে তাতে সন্দেহ নেই। ইনিংস শেষে দেখা গেল রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি ক্রিকেটারদের জড়িয়ে ধরেছেন। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লক্ষ্যমাত্রা দিয়েছিলেন ৩৭৫ রানের। তার থেকেও অনেকটা বেশি করল ভারত।Innings Break! Centuries from @RishabhPant17 (146) & @imjadeja (104) and an entertaining 31* from @Jaspritbumrah93 as #TeamIndia post 416 in the first innings. Scorecard - https://t.co/xOyMtKJzWm #ENGvIND pic.twitter.com/M9RtB5Hu02
— BCCI (@BCCI) July 2, 2022
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ind vs Eng, Ravindra Jadeja