দিল্লি: দিল্লিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে শুরু করেছিল, মনে হয়েছিল ভারতের কপালে দুঃখ আছে। হেড এবং লাবুশানে ঝড়ের গতিতে রান তুলেছিলেন শনিবার শেষ বেলায়। কিন্তু রবিবার অর্থাৎ তৃতীয় দিন সকাল থেকে চিত্রনাট্য এভাবে বদলে যাবে ভাবা যায়নি। অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দেখিয়ে দিলেন কেন ভারতের মাটিতে তারা এত বিপদজনক স্পিনার।
তৃতীয় দিনের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ কাজটি করে ভারতকে অক্সিজেন দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ট্রেভিস হেড যে ভাবে খেলছিলেন, তাতে ভারতের চাপ বাড়ছিল। কিন্তু এ দিন শুরুতেই হেডকে ফেরালেন অশ্বিন। ৪৬ বলে ৪৩ করে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেড।প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন স্মিথ। শূন্য করে সাজঘরে ফিরেছিলেন।
আর দ্বিতীয় ইনিংসেও ১৯ বলে ৯ করে সাজঘরে ফিরলেন তিনি। ১৯তম ওভারের একেবারে শেষে অশ্বিনের বলে তিনি এলবিডডব্লিউ হন। অশ্বিন ২ উইকেট নেওয়ার পর, জাদেজা বোল্ড করেন ল্যাবুশেনকে। হেড, স্মিথের পর এ বার অশ্বিন সাজঘরে ফেরালেন ওয়ার্নারের পরিবর্তে দলে ঢোকা রেনশকে। ২৩তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রেনশ।
Innings Break! It was a @imjadeja show here in Delhi as he picks up seven wickets in the morning session. Australia are all out for 113 runs. #TeamIndia need 115 runs to win the 2nd Test. Scorecard - https://t.co/1DAFKevk9X #INDvAUS @mastercardindia pic.twitter.com/0h9s37RA85
— BCCI (@BCCI) February 19, 2023
রবিবার সকাল থেকেই দুরন্ত ছন্দে ভারতের দুই স্পিনার। তাঁদের দাপটে থরহরি কম্প দশা অজিদের। জাদেজা এ বার ফেরালেন হ্যান্ডসকম্বকে। পরের বলেই বোল্ড প্যাট কামিন্স। প্রথম বলেই সাজঘরে ফেরেন কামিন্স। জাদেজা পরপর ২ উইকেট নিয়ে হ্য়াটট্রিকের সুযোগ তৈরি করলেও অবশ্য সেটা সম্ভব হয়নি। এরপর রবীন্দ্র জাদেজা বোল্ড করেন অ্যালেক্স ক্যারিকে।
এরপর আর কিছু বিশেষ লেখার ছিল না। নাগপুরের মতো দিল্লি টেস্ট যে ভারতের দিকে ঝুঁকে পড়ল সেটা বোঝা যাচ্ছে। মিরাকেল না হলে আজকেই ম্যাচ জেতার সুযোগ ভারতের সামনে। লায়নকে বোল্ড করলেন রবীন্দ্র জাদেজা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, Ravindra Jadeja