চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগেই অশ্বিনের জন্য দুঃসংবাদ !

টুর্নামেন্ট শুরুর আগেই ভারতের এক নম্বর স্পিনার রবীচন্দ্রণ অশ্বিনের জন্য খারাপ খবর ৷

  • Share this:

    #লন্ডন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই জয় পেয়েছে ভারত ৷ বৃষ্টির জন্য ম্যাচ পুরোটা না হলেও বোলারদের পারফরম্যান্সে খুশিই হবেন অধিনায়ক বিরাট কোহলি ৷   কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভারতের এক নম্বর স্পিনার রবীচন্দ্রণ অশ্বিনের জন্য খারাপ খবর ৷ নিজের দাদুকে হারালেন অশ্বিন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর ৷

    চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত হাইভোল্টেজ একটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এমন হৃদয় বিদারক খবর অশ্বিনের খেলায় কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয় ৷ বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন অশ্বিনের দাদু এম নারায়ণস্বামী। অশ্বিনের বাবা জানিয়েছেন, অশ্বিনের জীবনে তাঁর দাদুর বড় ভূমিকা ছিল। দাদুর পারলৌকিক কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অশ্বিনের বাবা।

    ক্রিকেট নিয়ে অত্যন্ত প্যাশনেট ছিলেন অশ্বিনের দাদু ৷  তামিলনাডুর অফ-স্পিনারের ক্রিকেট কেরিয়ারেও দাদুর ভূমিকা ছিল অপরিসীম ৷

    First published:

    Tags: Champions Trophy, ICC Champions Trophy 2017, Ravichandran Ashwin