কলকাতা: কোন সাংবাদিক ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) ‘হুমকি’ দিয়েছেন? তা খুঁজে বের করার দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই (Sourav Ganguly) নিতে হবে। এমনটাই ট্যুইট করে জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri Demands Action From BCCI President Sourav Ganguly) ।
রবিবার শাস্ত্রী (Ravi Shastri) ট্যুইট করেন, ‘‘একজন খেলোয়াড়কে হুমকি দিচ্ছেন সাংবাদিক - এটা ভয়ঙ্কর বিষয়। নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। যা ভারতীয় দলের সঙ্গে প্রায়শই হচ্ছে। বিসিসিআই সভাপতির হস্তক্ষেপের সময় এসে গিয়েছে। প্রত্যেক ক্রিকেটারের স্বার্থে খুঁজে বের করতে হবে ওই ব্যক্তিকে। ঋদ্ধিমান সাহার মতো সত্যিকারের টিমম্যান এরকম গুরুতর বিষয় তুলে ধরেছেন।’’
Shocking a player being threatened by a journo. Blatant position abuse. Something that's happening too frequently with #TeamIndia. Time for the BCCI PREZ to dive in. Find out who the person is in the interest of every cricketer. This is serious coming from ultimate team man WS https://t.co/gaRyfYVCrs
— Ravi Shastri (@RaviShastriOfc) February 20, 2022
আভাস যা ছিল, সেটাই ঘটেছে বাস্তবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এই ঘটনার জন্য ঋদ্ধি আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়েই রেখেছিলেন। যে কারণে তিনি রঞ্জি না খেলার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। তবে সরকারি ভাবে দল ঘোষণার আগে কোনও বিস্ফোরণ এত দিন ঘটাননি ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁর নাম না থাকার পরেই বিস্ফোরণ ঘটালেন তিনি। পরিষ্কার বলে দিলেন, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁকে আগেই অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে আশ্বাস দিয়ে বলেছিলেন, তিনি যতদিন আছেন, ততদিন বাংলার কিপারকে কোনও কিছু নিয়ে চিন্তা করতে হবে না। তার পরেও অবশ্য বাদ পড়েছেন ঋদ্ধিমান। এরপরই এক সাংবাদিকের ঋদ্ধিমানকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট ট্যুইটারে শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন-আয় বাড়াতে ভরসা সেই পণ্যবাহী ট্রেন, উৎপাদন বাড়ছে আধুনিক শক্তিশালী ইঞ্জিনের
সেই স্ক্রিনশট অনুযায়ী, সাংবাদিক ঋদ্ধিমানকে লিখছেন, ‘‘আপনি আমাকে একটি ইন্টারভিউ দিন। সেটা ভাল হবে। কিন্তু আপনি যদি গণতান্ত্রিকতার তত্ত্বে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাকে জোর করব না। ওরা একজন উইকেটকিপারকে বেছে নিয়েছে, আর আপনি ১১ জন সাংবাদিককে বেছে নিয়েছেন, আমার মতে যারা সেরা নন। তাঁকেই বেছে নিন, যিনি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন।’’
এরপর ওই সাংবাদিক হোয়াটসঅ্যাপ কলে ফোনও করেন ঋদ্ধিমানকে। কিন্তু তা ধরেননি তিনি। এরপরই রীতিমতো ক্ষোভে ফুসে ওই সাংবাদিক ঋদ্ধিমানকে লেখেন, ‘‘আপনি কল করবেন না। আমি আর আপনার ইন্টারভিউ করব না। আমি অপমান সহ্য করতে পারি না। আর আমি এটা মনে রাখব। আপনার এটা করা উচিত হয় নি।’’
আরও পড়ুন-নিছক মজা করতে গিয়েই বেঘোরে প্রাণ দিলেন ভাই ! তার লাইভ ভিডিও দেখে শিউরে উঠলেন বোন
এই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ঋদ্ধিমান লিখেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটে আমার সব অবদানের পরেও..একজন তথাকথিত ‘সম্মানিত’ সাংবাদিকের কাছ থেকে আমি যা পেলাম! এখানেই সাংবাদিকতা এখন চলে গিয়েছে!''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ravi Shastri, Wriddhiman Saha