লন্ডন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেলেও ইংল্যান্ড সফর এখনও শেষ হয়ে যায়নি টিম ইন্ডিয়ার ৷ এবার জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবেন বিরাটরা ৷ যদিও তা শুরু হত এখনও ঢের দেরি ৷ সিরিজ শুরুর আগে অবসর সময়টা তাই এখন ভালমতোই কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ৷ বৃহস্পতিবার উইম্বলডনে ফেডেরারের ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ৷
Great to be back on a sunny day at @Wimbledon. Great tradition. Centre court beckons in a bit 🙌🏻 pic.twitter.com/tZ1PCIzhQr
— Ravi Shastri (@RaviShastriOfc) July 1, 2021
সম্প্রতি ওয়েম্বলিতে ইউরো কাপের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থ ৷ এবার রবি শাস্ত্রীকে দেখা গেল উইম্বলডনের দর্শক গ্যালারিতে ৷ বৃহস্পতিবার ম্যাচ চালাকলীন একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন রবি শাস্ত্রী ৷ লেখেন, “উইম্বলডনে একটি রৌদ্রোজ্জ্বল দিনে ফিরে আসতে পেরে দারুণ লাগছে ৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ravi Shastri, Wimbledon