হোম /খবর /খেলা /
বিরাটকে ফিরিয়ে দেওয়া হোক দেশের অধিনায়কত্ব! ভুল সময় শাস্ত্রীর অদ্ভুত দাবি

Virat Kohli: `বিরাটকে ফিরিয়ে দেওয়া হোক দেশের অধিনায়কত্ব'! ভুল সময় শাস্ত্রীর অদ্ভুত দাবি

বিরাটকে ক্যাপ্টেন দেখতে চান শাস্ত্রী

বিরাটকে ক্যাপ্টেন দেখতে চান শাস্ত্রী

  • Share this:

বেঙ্গালুরু: রোহিত শর্মার অনুপস্থিতিতে বিরাট কোহলিকে ভারতীয় দলের নেতৃত্বে চান ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। সম্প্রতি একাধিক ম্যাচে রোহিত চোটের কারণে খেলতে পারেননি। গতবছর এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টম্যাচ ছিলো ওরকমই একটি ম্যাচ। সে ম্যাচে দলের নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ।

কিন্তু সেই টেস্ট ম্যাচ হারে ভারত। এরপর সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেও রোহিত ছিলেন না। অধিনায়কত্ব করেন হার্দিক। কিন্তু টিমে ছিলেন কোহলি। শাস্ত্রী মনে করেন রোহিত কোনো ম্যাচে দলকে নেতৃত্ব দিতে না পারলে বিরাটই একমাত্র অপশন হওয়া উচিত।

আরও পড়ুন - KKR vs GT: ইডেনে আজ স্পিন রহস্যের দ্বৈরথ! জোড়া আফগান স্পিনার বনাম বরুণ, সুয়শ

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিসিনফোর সঙ্গে আলাপচারিতায় শাস্ত্রী বলেন, যখন রোহিত চোট পেল ( ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ ) আমি ভেবেছিলাম বিরাট অধিনায়কত্ব করবে, আমি যদি সেখানে থাকতাম ,আমি নিশ্চিত রাহুল দ্রাবিড় একই জিনিস করতেন,আমি তার সঙ্গে কথা বলিনি।

আমি বোর্ডকে সুপারিশ করতাম শেষ টেস্টে বিরাটই দলকে নেতৃত্ব দিক, কারণ তার নেতৃত্বেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ২-১ এ সিরিজে এগিয়ে ছিলো। হয়তো সেই দলের থেকে সেরাটা বের করে আনতো। গত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের পর কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন। এর আগে ২০২১ এর টি-২০ বিশ্বকাপের পর টি-২০ এর অধিনায়কত্ব ছাড়েন কোহলি।

এরপর আইপিএলে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও নেতৃত্ব ছাড়েন তিনি। এরপর ভারতীয় নির্বাচকরা তাকে একদিনের দলের নেতৃত্বের পদ থেকেও সরিয়ে দেন। ফাফ দু প্লেসির পাজরে চোটের কারণে আপাতত চলতি আইপিএলে আরসিবিকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। তাহলে কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের জন্যও কি তার নেতৃত্ব দেওয়া উচিত।

এর উত্তরে শাস্ত্রী বলেন, এরকম বড় ম্যাচের জন্য আমি চাইবো রোহিত অবশ্যই ফিট থাকুক। কারণ সেই দলের অধিনায়ক। কিন্তু ঈশ্বর না করুক যদি কিছু হয়ে যায় রোহিতের, তবে কোহলিকেই আমি নেতৃত্বের দায়িত্বে দেখতে চাইব।

শাস্ত্রী জানান কোহলি এবারের আইপিএলে একেবারে ঠান্ডা মাথায় খেলছেন। একদমই শান্ত দেখাচ্ছে তাকে। শাস্ত্রী বলেন, কোহলি খুব ভালো জায়গায় আছে ও ক্রিকেটকে উপভোগ করছে। মনে হচ্ছে তার কাঁধ থেকে বোঝা নেমে গেছে। দেখে খুবই ভালো লাগছে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Ravi Shastri, Virat Kohli