#নয়াদিল্লি: চলতি বছরের প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির ভাষণে উঠে এসেছে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক অস্ট্রেলিয়া জয়ের কথা৷ প্রধানমন্ত্রী রবিবার রেডিও অনুষ্ঠানে জানান, "শুরুতে হোঁচট খাওয়া সত্ত্বেও আমাদের দল দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে৷ প্লেয়ারদের কঠোর পরিশ্রম ও টিমওয়ার্ক আমাদের সকলকে অনুপ্রেরণা দিয়েছে৷" মোদি এই মর্মে ট্যুইটও করেন এদিন৷
মোদির ট্যুইটের পরেই ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী, ক্যাপ্টেন বিরাট কোহলি ও তাঁর ডেপুটি অজিঙ্কা রাহানেও ট্যুইট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷
इस महीने, क्रिकेट पिच से भी बहुत अच्छी खबर मिली | हमारी क्रिकेट टीम ने शुरुआती दिक्कतों के बाद, शानदार वापसी करते हुए ऑस्ट्रेलिया में सीरीज जीती | हमारे खिलाड़ियों का hard work और teamwork प्रेरित करने वाला है : PM @narendramodi #MannKiBaat
— PMO India (@PMOIndia) January 31, 2021
মোদির ট্যুইট ধরে শাস্ত্রী লিখলেন, "ধন্যবাদ স্যার৷ আপনার কথা আমাদের দলকে আরও শক্তিশালী করবে৷ টিম ইন্ডিয়া ও ভারত চাপের পরিস্থিতিতেই স্থিরসঙ্কল্প নিয়ে পারফর্ম করে৷ জয় হিন্দ!" ভারত অধিনায়ক কোহলি জাতীয় পতাকার ইমোজি দিয়েই মোদির ট্যুইটটি পোস্ট করেছেন নিজের ওয়ালে৷
Thank you, Sir. Your kind words will further strengthen #TeamIndia and 🇮🇳’s resolve to perform under pressure and in trying circumstances. Jai Hind ! https://t.co/yQQN9nh8Ab
— Ravi Shastri (@RaviShastriOfc) January 31, 2021
— Virat Kohli (@imVkohli) January 31, 2021
Thank you for your words of encouragement Shri @narendramodi Ji 🙏 It’s always an honour to represent our country, we hope to continue inspiring more Indians as we move forward 🇮🇳 https://t.co/8vxfrU3N4v
— Ajinkya Rahane (@ajinkyarahane88) January 31, 2021
কোহলি অ্যাডিলেডে প্রথম টেস্ট হারার পরেই ভারতে চলে আসেন পিতৃত্বকালীন ছুটি নিয়ে৷ কোহলির পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন ওঠে রাহানের হাতে৷ তাঁর নেতৃত্বেই ভারত অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লেখে৷ রাহানে এদিন ট্যুইটে লিখলেন, "আপনার কথায় আমাদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ শ্রী নরেন্দ্রমোদিজি৷ দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় সম্মানের৷ আশা করি আমরা আরও ভারতীয়দের অনুুপ্রাণিত করব এগিয়ে যাওয়ার পথে৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Modi, Ravi Shastri, Virat Kohli