হোম /খবর /খেলা /
মোদিকে 'স্যার' সম্বোধন করে ধন্যবাদ শাস্ত্রীর, তেরঙা ট্যুইট করলেন কোহলি

মোদি 'স্যার'কে ধন্যবাদ শাস্ত্রীর, তেরঙা ট্যুইট কোহলির, কৃতজ্ঞতা জানালেন রাহানে

Ravi Shastri and Virat Kohli Thank PM Modi As India Heroics Vs Australia Finds Mention In Mann Ki Baat

Ravi Shastri and Virat Kohli Thank PM Modi As India Heroics Vs Australia Finds Mention In Mann Ki Baat

কোহলি অ্যাডিলেডে প্রথম টেস্ট হারার পরেই ভারতে চলে আসেন পিতৃত্বকালীন ছুটি নিয়ে৷ কোহলির পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন ওঠে রাহানের হাতে৷ তাঁর নেতৃত্বেই ভারত অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লেখে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: চলতি বছরের প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির ভাষণে উঠে এসেছে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক অস্ট্রেলিয়া জয়ের কথা৷ প্রধানমন্ত্রী রবিবার রেডিও অনুষ্ঠানে জানান, "শুরুতে হোঁচট খাওয়া সত্ত্বেও আমাদের দল দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে৷ প্লেয়ারদের কঠোর পরিশ্রম ও টিমওয়ার্ক আমাদের সকলকে অনুপ্রেরণা দিয়েছে৷" মোদি এই মর্মে ট্যুইটও করেন এদিন৷

মোদির ট্যুইটের পরেই ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী, ক্যাপ্টেন বিরাট কোহলি ও তাঁর ডেপুটি অজিঙ্কা রাহানেও ট্যুইট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷

মোদির ট্যুইট ধরে শাস্ত্রী লিখলেন, "ধন্যবাদ স্যার৷ আপনার কথা আমাদের দলকে আরও শক্তিশালী করবে৷ টিম ইন্ডিয়া ও ভারত চাপের পরিস্থিতিতেই স্থিরসঙ্কল্প নিয়ে পারফর্ম করে৷ জয় হিন্দ!" ভারত অধিনায়ক কোহলি জাতীয় পতাকার ইমোজি দিয়েই মোদির ট্যুইটটি পোস্ট করেছেন নিজের ওয়ালে৷

কোহলি অ্যাডিলেডে প্রথম টেস্ট হারার পরেই ভারতে চলে আসেন পিতৃত্বকালীন ছুটি নিয়ে৷ কোহলির পরিবর্তে ক্যাপ্টেনসির ব্যাটন ওঠে রাহানের হাতে৷ তাঁর নেতৃত্বেই ভারত অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লেখে৷ রাহানে এদিন ট্যুইটে লিখলেন, "আপনার কথায় আমাদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ শ্রী নরেন্দ্রমোদিজি৷  দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় সম্মানের৷ আশা করি আমরা আরও ভারতীয়দের অনুুপ্রাণিত করব এগিয়ে যাওয়ার পথে৷"

Published by:Subhapam Saha
First published:

Tags: PM Modi, Ravi Shastri, Virat Kohli