হোম /খবর /খেলা /
`ছ'বারের প্রচেষ্টায় বিশ্বকাপ জিতেছিলেন সচিন ! বিরাট, রোহিতরাও পারবে'

`ছ'বারের প্রচেষ্টায় বিশ্বকাপ জিতেছিলেন সচিন ! বিরাট, রোহিতরাও পারবে', বলছেন অশ্বিন

কোহলি, রোহিত নিয়ে বড় বয়ান অশ্বিনের

কোহলি, রোহিত নিয়ে বড় বয়ান অশ্বিনের

Ravi Ashwin sites example of Sachin Tendulkar and ask fans to be patient. ছ'বারের প্রচেষ্টায় বিশ্বকাপ জিতেছিলেন সচিন ! বিরাট, রোহিতদের পাশে দাঁড়ালেন অশ্বিন

  • Share this:

#নয়াদিল্লি: বল হাতে তিনি যতটা বুদ্ধিমান, কথা বলার ক্ষেত্রেও রবি অশ্বিন বাকিদের থেকে আলাদা। হয়তো ক্রিকেটার না হলে ইঞ্জিনিয়ার হতেন। বিরাট কোহলির ট্রফি ভাগ্য নেই। অধিনায়ক থাকাকালীন এমন গঞ্জনা হামেশাই শুনতে হতো ভিকে’কে। অধিনায়কত্বের ব্যাটন এখন রোহিত শর্মার হাতে। তবে আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে ব্যর্থ হিটম্যানও। স্বাভাবিকভাবেই নেতা রোহিতকে তোলা হচ্ছে কাঠগোড়ায়।

এমন পরিস্থিতিতে দুই সতীর্থের পাশে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় তিনি অনুরাগীদের ধৈর্য ধরার বার্তা দিয়েছেন। অভিজ্ঞ স্পিনারের কথায়, কিংবদন্তি শচীন তেন্ডুলকরও ছয় বারের প্রচেষ্টায় বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭-এ ব্যর্থতার পর শেষ পর্যন্ত ২০১১ সালে তিনি বিশ্বকাপ জয়ের স্বাদ পান।

আরও পড়ুন - `রামিজ রাজা চার আনার চেয়ারম্যান ছিল'! পাক ক্রিকেটে নতুন বোমা ফাটালেন ওয়াসিম আক্রম

আইসিসি টুর্নামেন্ট জেতা সহজ ব্যাপার নয়। তাই সমর্থকদের উদ্দেশে বলব, আপনারা ধৈর্য ধরুন। বিরাট-রোহিতের উপর আস্থা রাখুন। শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারত। আর আইসিসি ট্রফি শেষবার দেশে এসেছে ২০১৩ সালে (চ্যাম্পিয়ন্স ট্রফি)। অশ্বিনের কথায়, এটা ঠিক যে ধোনি দায়িত্ব নিয়েই দেশকে বিশ্বকাপ জিতিয়েছিল।

তবে সবার ক্ষেত্রেই এমনটা তো হবে না। তাছাড়া ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ দলে রোহিত শর্মা ছিল। ২০১১ বিশ্বকাপে কোহলিও খেলেছে। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-বিরাট দু’জনেই ছিল। তাই ওরাও তো আইসিসি ট্রফি জিতেয়েছে ভারতকে। অশ্বিন মনে করেন নিজেদের ঘরের মাঠে এবার একদিনের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ভারতের সুযোগ রয়েছে। অনেক আগে থেকেই দলের ক্রিকেটাররা এবং বোর্ড কর্তারা যৌথভাবে প্ল্যান তৈরি করেছেন। ভারত চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু নেই। তবে কাজটা সহজ হবে না।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Ravichandran Ashwin, Virat Kohli