হোম /খবর /খেলা /
বিরাট বাকিদের থেকে কোথায় আলাদা ? ব্যাখ্যা করলেন রশিদ

বিরাট বাকিদের থেকে কোথায় আলাদা ? ব্যাখ্যা করলেন রশিদ

বিরাটের প্রশংসায় পঞ্চমুখ রশিদ

বিরাটের প্রশংসায় পঞ্চমুখ রশিদ

যত কঠিন পরিস্থিতিই আসুক, ও খেলার ধরণ বদলায় না। আর সেই কারণেই এত সাফল্য পেয়ে থাকে। বিরাট কোহলিকে এভাবেই প্রশংসায় ভরিয়ে দিলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান

  • Last Updated :
  • Share this:

#আবুধাবি: এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার মানচিত্রে আফগানিস্তান দলটার ক্ষমতা যতই সীমিত হোক না কেন, একটা জায়গায় নম্বর দিতেই হবে তাঁদের। দলে রশিদ খানের মত একজন লেগ স্পিনার রয়েছে। এই মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনার বললেও ভুল হবে না। আইপিএল ছাড়াও পৃথিবীর বিভিন্ন টুর্নামেন্টে সাফল্যের সঙ্গে খেলেন রশিদ। অতীতে আইপিএলে বিরাট কোহলি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির উইকেট পেয়েছেন তিনি। সানরাইজার্স দল জিতুক বা হারুক, রশিদ খান বিপক্ষ দলের ওপর সব সময় আলাদা একটা চাপ তৈরি করেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বড় সার্টিফিকেট দিলেন তিনি। ‘ যত কঠিন পরিস্থিতিই আসুক, ও খেলার ধরণ বদলায় না। আর সেই কারণেই এত সাফল্য পেয়ে থাকে।’ বিরাট কোহলিকে এভাবেই প্রশংসায় ভরিয়ে দিলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তিনি বলেন, ‘অন্য ব্যাটসম্যানরা চাপে পড়লে স্যুইপ ও রিভার্স মারতে যায়। ফলে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বিরাট সম্পূর্ণ আলাদা। দারুণ আত্মবিশ্বাসী। সর্বদাই নিজের খেলার স্বাভাবিক ধরণ বজায় রাখে। ভাল বলকে সমীহ করে, খারাপ বল বাউন্ডারির বাইরে পাঠায়। ভুলভাল শট খেলে উইকেট ছুঁড়ে আসে না।’

উল্লেখ্য, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান স্পিনার রশিদ। আইপিএলেও তিনি যথেষ্ট সফল। কিন্তু একটা স্বপ্ন তাঁর কাছে অধরাই রয়ে গিয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যে কোনও টুর্নামেন্টে অন্তত একটি ম্যাচ খেলার ইচ্ছা রয়েছে তাঁর। এই প্রসঙ্গে রশিদ বলেন, ‘আমার বরাবরের স্বপ্ন ধোনির অধিনায়কত্বে খেলার। জানি না, কবে তা পূরণ হবে, বা আদৌ হবে কিনা। ধোনির অধীনে খেলতে পারলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা যাবে। উইকেটের পিছনে দাঁড়িয়ে ও দারুণভাবে গাইড করে থাকেন স্পিনারদের। কিছুদিন আগে ধোনি আমায় একটা পরামর্শ দিয়েছেন। মাঠে ফিল্ডিং করার সময় আমাকে অপ্রয়োজনীয় ডাইভ মারতে নিষেধ করেছিলেন তিনি। সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করছি।’

পাশাপাশি ভারতের ওপেনার রোহিত শর্মারও প্রশংসা করেছেন রাশিদ। তাঁর কথায়, ‘দ্রুত গতির বোলারদের রোহিত যেভাবে পুল মারে, তা এক কথায় অবিশ্বাস্য।’ ভারতে আইপিএল খেলে নিজের ক্রিকেটার হিসেবে অভিজ্ঞতা বাড়াতে পেরেছেন তিনি। এই মুহূর্তে আফগানিস্তান জাতীয় দলে বেশ কিছু প্রতিভা উঠে আসছে। রশিদ মনে করেন বোলারের অভাব না হলেও যোগ্য ব্যাটসম্যানের অভাব রয়েছে দলে। তবে সবকিছু কাটিয়ে উঠে সঠিক রাস্তায় এগোচ্ছে দেশের ক্রিকেট।ভারতের অবদান মেনে নিলেন তিনি।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Virat Kohli