#রাঁচি: অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে তাঁর নিজের শহর রাঁচি থেকেই ৷ তাই একদিনের সিরিজের পর মাঝের এই ছুটিটা পরিবারের লোকদের সঙ্গেই চুটিয়ে উপভোগ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷
বাড়িতে প্রিয় পোষ্যের সঙ্গে মাহির খেলার ভিডিও তো সবাই দেখেছেন ৷ কিন্তু একটা ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ সেটা হল এক সুন্দরীর সঙ্গে ধোনির ছবি ৷ কে এই মহিলা ? যার সঙ্গে পার্টিতে ধোনির একাধিক ছবি দেখা গিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ছবিটি মুহূর্তের মধ্যে হয়ে যায় ভাইরাল ৷
পরে জানা গেল মেয়েটি আসলে অভিনেত্রী সৌন্দর্য্য শর্মা ৷ রাঁচিতে ধোনির বাড়িতেই এসেছিল ‘রাঁচি ডায়রিজ’ ছবির পুরো টিম। ওই ছবিতেই অভিনয় করেছেন এই নায়িকা ৷ ধোনির সঙ্গে সেলফি এবং অনেক ছবি তোলেন সৌন্দর্য্য নিজের ফেসবুক পোস্টে ছবিগুলি পোস্ট করে কী লিখেছেন অভিনেত্রী দেখে নিন ৷