লাহোর: অতীতে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৯ তিনটে বছর ছিলেন পাকিস্তানের হেড কোচ। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেট কোচ মিকি আর্থার আবার দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের। তবে এবার হেড কোচ নয়, ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে বাবর, রিজওয়ানদের সঙ্গে কাজ করবেন তিনি। এর বেশিরভাগটাই হবে অনলাইন।
তবে ভারতের মাটিতে বিশ্বকাপের সময় মিকি কয়েকটা ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারেন। তার আমলেই ২০১৭ সালে ভারতকে বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছিল পাকিস্তান। মিকি জানিয়েছেন পাকিস্তান দলের খবর তিনি সবসময় রাখেন। তাই যখন বর্তমান বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি তাকে ডিরেক্টর অফ ক্রিকেট হওয়ার প্রস্তাব দেন রাজি হয়ে যান দক্ষিণ আফ্রিকান কোচ।
মিকি বলছেন অনলাইন কাজ করলেও তার খুব একটা সমস্যা হবে না। পাকিস্তান ক্রিকেটারদের বেশিরভাগকেই হাতের তালুর মত চেনেন চিনি। বাবর থেকে শুরু করে শাহিন, হ্যারিস রউফ থেকে শুরু করে শাদাব খান, ইফতিকার, রিজওয়ান - প্রত্যেকের শক্তি এবং দুর্বলতা তিনি জানেন। তবে মিকি আর্থারকে অনলাইন কাজ করার দায়িত্ব দিয়ে মোটেই ঠিক কাজ করেনি পিসিবি।
Pakistan likely to appoint Micky Arthur as the online coach till 2024. He's set to become the first online coach of cricket history.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 30, 2023
মনে করেন প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। রমিজ মনে করেন মিকি আর্থার ভাল কোচ হলেও একটা দলকে অনলাইন কোচিং করে ভাল রেজাল্ট এনে দেবেন এত সহজ নয় ক্রিকেট খেলা। লোকে এটা শুনলে হাসাহাসি করবে। নাজাম শেঠি একজন ক্রিকেট না বোঝা চেয়ারম্যান এবং পদ লোভি মানুষ বলেই এমন অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন মনে করেন রাজা।
পাশাপাশি মিকি আর্থার দাবি করেছেন পাকিস্তানের এই দল ভারতের মাটিতে গিয়ে একদিনের বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। রামিজ বলছেন মোটা মাইনে পেতে হলে এসব ফালতু কথা বলতেই হবে কোচকে। ক্রিকেট খেলাটাও পাকিস্তান বোধহয় এবার অনলাইনে খেলবে বলেছেন রামিজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।