মুম্বই: জিতলেই প্লে-অফের টিকিট পাকা। সেই লক্ষ্যে শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তৈরি সঞ্জু স্যামসনরা। রাজস্থান রয়্যালস যদি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করতে পারে, তাহলে ফাইনালে ওঠার বাড়তি সুযোগ পাবে তারা। এই মুহূর্তে লখনউ সুপার জায়ান্টস ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের নেট রান রেট +০.২৫১। সেখানে একটা ম্যাচ কম খেলেছে রাজস্থান। সঞ্জুদের সংগ্রহ ১৬ পয়েন্ট।
আরও পড়ুন - Brett Lee on Umran Malik : ঠিক যেন এরোপ্লেন! উমরানকে দেখে অদ্ভুত নস্টালজিক ব্রেট লি
তবে নেট রান রেটে তারা এগিয়ে (+০.৩০৪)। চেন্নাইকে হারাতে পারলে প্লে-অফের পাশাপাশি দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যাবে রাজস্থানের। তবে হারলে সেরা দুই দলের মধ্যে থাকার আশা মাঠে মারা যেতে পারে। চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
তবুও তারা চাইবে, শেষ ম্যাচে মরণ-কামড় দিতে। যাতে সিএসকে’র সমর্থকদের হতাশা কিছুটা দূর হয়। একই সঙ্গে ধোনিরা এই বার্তাও দিতে চাইবেন, আগামী মরশুমে আরও শক্তি নিয়ে ফিরবেন। তবে রাজস্থানের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ চেন্নাইয়ের বোলারদের কঠিন পরীক্ষায় ফেলবে।Yaarendru Therigiradha? Code word: 🔥🔥🔥#RRvCSK #Yellove #WhistlePodu 🦁💛 pic.twitter.com/XadsFc4VNu
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2022
এবারের আইপিএলে শুরুতে দারুণ ছন্দে ছিলেন জস বাটলার। দু’টি শতরানও হাঁকিয়েছেন তিনি। তবে বিগত কয়েকটি ম্যাচে তাঁকে চেনা ছন্দে পাওয়া যায়নি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বড় ম্যাচে বাটলার অবশ্যই বড় ফ্যাক্টর। দারুণ খেলছেন যশস্বী জয়সওয়ালও। ওপেনিংয়ে তিনিই হবেন বাটলারের সঙ্গী। এছাড়া আছেন অধিনায়ক সঞ্জু স্যামসন, দেবদূত পাদিক্কাল।Predict the Commander. Win Royals merch. Deal?#RRvCSK | #RoyalsFamily | #HallaBol | #GrowingTogether | @BKTtires pic.twitter.com/nRRNnHZcoS
— Rajasthan Royals (@rajasthanroyals) May 20, 2022
ফিরেছেন শিমরন হেটমায়ার। দ্রুত গতিতে রান তোলার সুনাম রয়েছে ক্যারিবিয়ান তারকার। মিডল অর্ডারে রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিনের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহেন্দ্র সিং ধোনির এটাই আইপিএলের শেষ মরশুম কিনা তাই নিয়ে বিস্তর চর্চা চলছে। তবে যেভাবে বুড়ো হাড়ে তিনি পারফর্ম করেছেন, তাতে আরও একটা বছর হলুদ জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK, IPL 2022, Rajasthan Royals